ভন, ২০ এপ্রিল: কোভিড-১৯ ভ্যাক্সিন (COVID-19 vaccine) দেওয়ার বদলে ভুলবশত ৬ জনের শরীরে স্যালাইন ইনজেক্ট করা হল। চাঞ্চল্যকর ঘটনাটি কানাডার ওন্টারিও-র ভন শহরের। সেখানেই রয়েছে ম্যাকেঞ্জি হেলথ কোভিড-১৯ টিকাকরণের ক্লিনিক। জানা গেছে, গত ২৮ মার্চ ওই ক্লিনিকে ৬ জন করোনার টিকা নিতে এসেছিলেন। সেই সময় তাঁদের ভ্যাকসিন না দিয়ে দেওয়া হয় স্যালাইন ইঞ্জেকশন। বিষয়টি পরে ক্লিনিক কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁদের তরফে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। এবং বলা হয়েছে, গোটা টিকাকরণ প্রক্রিয়া এখন কড়া নজরদারিত্বে চলছে যাতে এমন অবাঞ্ছিত ঘটনা আর না ঘটে। এক বিবৃতিতে ম্যাকেঞ্জি হেলথ জানিয়েছে, ওই ইঞ্জেকটেড স্যালাইন শরীরে কোনও ক্ষতির কারণ হবে না। আরও পড়ুন-Uttar Pradesh: মাস্ক না পরে ঘোরাঘুরি, ১০ হাজার টাকা জরিমানা গুনলেন যোগীর রাজ্যের বাসিন্দা
A message from Mackenzie Health: pic.twitter.com/egmD3QS3BW
— Mackenzie Health (@MackenzieHealth) April 19, 2021
বরং করোনা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে স্যালাইন তাঁকে রক্ষা করবে। মূলত করোনার টিকা দেওয়ার আগে এই স্যালাইন মিশিয়ে দেওয়া হয়। এই ঘটনা পরে আর কখনওই ঘটবে না। এমন অবাঞ্ছিত ঘটনার জন্য ম্যাকেঞ্জি হেল আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যে ছয়জনকে স্যালাইন ইঞ্জেক্ট করা হয়েছিল তাঁদের এবার চিহ্নিত করে টিকা দেওয়া হবে। কানাডাতে ১১ লাখ ৩১ হাজার ৭৭৩ জনের শরীরে মিলেছে করোনার জীবাণু। যার মধ্যে ২৩ হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৯ হাজার ৭৭৯ জন। এই মুহূর্তে কানাডায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮৮ হাজার ৩২৭।