
দিল্লি, ২২ মে: শুনানি চলাকালীন এইডান মেস-জ়েরোপস্কি ( Aidan Maese-Czeropski) নামে সেনেটের এক কর্মী যৌনতায় (Sex) লিপ্ত হন এবং সেখান থেকে নিজের ছবি তোলেন। যা প্রকাশ্যে আসতেই মার্কিন মুলুকের সেনেটের ওই কর্মীকে বরখাস্ত করা হয় চাকরি থেকে। চাকরি থেকে বরখাস্ত হওয়া সেনেটের কর্মী এইডান মেস-জ়েরোপস্কি কোনও অনুশোচনা তো করেননি নিজের কাজের জন্য। উলটে কাজের জায়গায় তাঁর একঘেয়েমির কথা উল্লেখ করেন। তাঁর চাকরি অবশ্যই মর্যাদাপূর্ণ কিন্তু তাতে একঘেয়েমি রয়েছে বলে মনে করেন এইডান মেস-জ়েরোপস্কি। সেই কারণে শুনানি কক্ষে কাজ চলার সময় তিনি যৌনতায় লিপ্ত হয়েছেন বলে দাবি করেন বছর ২৫-এর ওই যুবক।
ছবি ভাইরাল হতে শুরু করে একের পর এক করে...
Aidan Maese-Czeropski, the ex-staffer of Senator Ben Cardin (D) who was caught having s*x in a Senate hearing room, revealed that he spent time in a psych ward before moving to Australia and starting an OnlyFans. https://t.co/u1ItxNlTl3
— ᴄʜʀɪsᴛᴏᴘʜᴇʀ ᴀʀɴᴇʟʟ (@MrChrisArnell) April 21, 2025
নিউ ইয়র্ক ম্যাগাজ়িনের এক সাক্ষাৎকারে এইডান মেস-জ়েরোপস্কি বলেন, সেনেটে সেক্স করার জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন। সেনেটে আসার পর থেকে ৯ ঘণ্টা তিনি সেখানে থাকেন। ওই ৯ ঘণ্টার মধ্যে তাঁকে চুপচাপ বসে থাকতে হয়। তেমন কোনও কাজ থাকে না। ফলে বসে বসে তাঁর মস্তিষ্কে অলসতা ধরে যাচ্ছে। সেই কারণেই সেনেটের ভিতরে নিজেকে আনন্দ দিতে তিনি সেক্স করেছেন বলে স্পষ্ট জানান এইডান মেস-জ়েরোপস্কি।
তবে এইডান মেস-জ়েরোপস্কি যা-ই বলুন না কেন, মার্কিন মুলুকের সেনেটের ভিতরে তিনি যেভাবে যৌনতায় লিপ্ত হয়েছেন এবং তাঁর ছবি প্রকাশ্যে এসেছে, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়।