Porn Star Dance (Photo Credit: X)

দিল্লি, ২৪ জুলাই: নগ্ন (Naked) হয়ে নাঁচছেন পর্ন তারকা (Porn Star)। দম্পতিকে খুনের পর নগ্ন হয়ে নাচতে দেখা যায় লন্ডনের এক পর্ন তারকাকে। শুনতে অবাক লাগলেও লন্ডনের বাসিন্দা বছর ৩৫ এর পর্ন তারকা ইওস্টিন অ্যানড্রেসকে দেখা যায় অদ্ভুদভাবে। যেখানে অ্যানড্রেস নামের ওই পর্ন তারকা অ্যালবার্ট আলফানসো এবং পল ল্যাংওয়ার্থকে খুন করে। অ্যালবার্ট আলফানসো এবং পল ল্যাংওয়ার্থকে খুনের পর অ্যানড্রেস নামের ওই পুরুষ পর্ন তারকাকে (Porn Star Dancing Naked) দেখা যায় নগ্ন হয়ে নাচতে।

এই ঘটনা গত বছরের। গত বছর অ্যানড্রেস যখন আলফানসো এবং ল্যাংওয়ার্থকে খুন করে এবং তারপর রক্ত মাথা হাত নিয়ে নাচতে শুরু করে, সেই ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে আসে। ওই ফুটেজ সামনে আসার পরই অ্যানড্রেসকে গ্রেফতার করা হয় বলে নিউ ইয়র্ক পোস্টের তরফে প্রকাশ করা হয়। ওই ফুটেজের উপর ভিত্তি করেই অ্যানড্রেসকে দোষী সাব্যস্ত করে লন্ডন পুলিশ।

খুনের আগের ছবি উদ্ধার করেছে পুলিশ...

 

রিপোর্টে প্রকাশ, বৃদ্ধ দম্পতি আলফানসো এবং ল্যাংওয়ার্থকে খুনের পর তাঁদের দেহ দুটি বাক্সে ভরে ফেলে লন্ডনের ওই পর্ন তারকা। এরপর সে ব্রিস্টলের উদ্দেশে রওনা দেয়। এরপর ব্রিস্টেলের একটি সেতুর উপর থেকে বাক্স দুটিকে অ্যানড্রেস ফেলে দেয় বলে পুলিশ জানতে পারে।

সেতুর উপর থেকে অ্যানড্রেসের ছুঁড়ে ফেলা বাক্স খুঁজে পায় পুলিশ। এরপর ওই বাক্সের উপর থেকে আলফানসো এবং ল্যাংওয়ার্থের বাড়ির ঠিকানা পুলিশ খুঁজে পায়। তারপর খোঁজ করে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে গেলে, আরও অবাক হয়ে যায় পুলিশ। প্রশাসনের কর্তা ব্যক্তিরা দেখতে পান, অ্যানড্রেস ওই বৃদ্ধ দম্পতিকে খুনের পর, তাঁদের কাটা মাথা ফ্রিজে ভরে রেখেছে। যা তাঁদের বাড়ির ফ্রিজ থেকে পুলিশ উদ্ধার করে।

পুলিশ কী জানতে পারছে?

পুলিশ জানতে পারে, আলফানসো এবং ল্যাংওয়ার্থের বিচ্ছেদ হয় যায়। বিচ্ছেদের পরও তাঁরা ভাল বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। বিচ্ছেদের পরই আলফানসোর সঙ্গে অ্যানড্রেসের পরিচয় হয়। তারপর থেকে ওই ২ জন যৌনতায় মেতে উঠতে শুরু করেন। ওই সময় অ্যালবার্ট আলফানসো প্রতিদিন অ্যালবার্টকে ধর্ষণ করতেন বলে অভিযোগ। এমনকী তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো অনলাইনে আপলোড করার হুমকিও দিতেন যদি না আ্যানড্রেস উদ্দাম যৌনতায় মত্ত হতে চাইতেন। যে ঘটনা দিনের পর দিন ধরে ঘটতে থাকায় অবশেষে বিরক্ত হয়েই কি অ্যানড্রেস আলফানসো এবং ল্যাংওয়ার্থকে খুন করে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

কীভাবে খুন করা হয় 

পুলিশ জানতে পেরেছে, অ্য়ানড্রেস প্রথম হাতুড়ির বাড়ি মেরে আলফানসো এবং ল্যাংওয়ার্থের মাথা তুর্ণবিচূর্ণ করে। তারপর গলা কেটে, তাঁদের সম্পূর্ণ হত্যা করে, দেহ স্যুটকেসে ভরে নদীর জলে ফেলে দেয়।