Shocking News: নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন ব্রাজিলিয়ান ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নুবিয়া ক্রিস্টিনা ব্রাগা, আততায়ীদের পরিচয় জানা যায়নি

নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন ব্রাজিলিয়ান ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নুবিয়া ক্রিস্টিনা ব্রাগা। ১৪ অক্টোবর রাতে ব্রাজিলের সার্জিপের আরাকাজুতে সান্তা মারিয়ার বাড়িতে তাকে  মৃত অবস্থায় পাওয়া যায়।  ২৩ বছর বয়সী নুবিয়া ক্রিস্টিনা ব্রাগার প্রায় ৬০০০০ ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল।

নিউইয়র্ক এর সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ,মারা যাওয়ার আগে তিনি একটি হেয়ার সেলনে গিয়েছিলেন। সেখান থেকে আসার কিছুক্ষণ পরেই দু'জন লোক মোটরসাইকেলে চড়ে সামনের দরজা দিয়ে ব্রাগার বাড়িতে প্রবেশ করে।এরপর ব্রাগাকে দেখতে পেয়ে, তারা গুলি চালায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে আততায়ীরাতাকে বেশ কয়েকবার গুলি করে। পরে পুলিশ কর্তৃপক্ষ সেখানে পৌঁছায়। রাত ৯ টা নাগাদ  ব্রাগাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মুখোশধারী খুনিদের পরিচয় জানা যায় নি, উদ্দেশ্য      সম্বন্ধে কিছু জানা যায় নি তবে পুলিশ হত্যার তদন্ত শুরু করেছে। উপরন্তু, তারা জনসাধারণের কাছে আবেদন করেছে ,যে কেও কোনো তথ্য নিয়ে এগিয়ে আসলে  আততায়ীদের গ্রেফতার করা যেতে পারে।আরাকাজুর সান্তা মারিয়া পাড়ায় নুবিয়া ক্রিস্টিনা ব্রাগার আত্মীয়রাও কী কারণে অপরাধটি ঘটেছে সে সম্পর্কে উত্তর খুঁজছেন।