কিভ, ২৬ ফেব্রুয়ারি: ইউক্রেনে (Ukraine) 'সামরিক অভিযান' (Military Operation) চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার আক্রমণে (Russia-Ukraine Conflict) এখনও পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা তিন শতাধিক। জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কি (Ukraine's President Volodymyr Zelenskyy)। আক্ষেপের সুরে তাঁর আরও মন্তব্য, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
লাইভ আপডেট:
- স্কাই নিউজ জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন-সহ ২৮টি দেশ ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সরবরাহের জন্য সাহায্য করতে রাজি হয়েছে।
- ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশকে সাহায্য করতে অস্ত্র পাঠানো হচ্ছে।
- রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের মেলিটোপল শহর দখল করেছে।
- ইউক্রেন বলছে, রাশিয়া সীমান্তে তাদের সেনার রিজার্ভ ইউনিটগুলিকে জড়ো করতে শুরু করেছে।
- জেলেনস্কি বলেছেন, পশ্চিমা 'অংশীদাররা' ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে।
- নিষেধাজ্ঞার কারণে ফরাসি গায়ানা থেকে মহাকাশ উৎক্ষেপণ স্থগিত করেছে রাশিয়া।
- রাশিয়ান সামরিক বাহিনী কিভ জলবিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে।
- ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, দেশের সামরিক বাহিনী অস্ত্র সংবরণ করবে না। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "আমি এখানেই আছি। আমরা কোনও অস্ত্র সংবরণ করব না। আমরা আমাদের দেশকে রক্ষা করব, কারণ আমাদের অস্ত্রই আমাদের সত্য।"
The Ukrainian president shot a selfie-style video to vow to stay and fight on.
"I am here. We will not lay down any weapons. We will defend our state, because our weapons are our truth," he declared, denouncing as disinformation claims that he had surrendered or fled.
— AFP News Agency (@AFP) February 26, 2022
- ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে তারা ১৪টি রুশ বিমান, ৮টি হেলিকপ্টার, ১০২টি ট্যাঙ্ক, ৫৩৬টি সাঁজোয়া গাড়ি, ১৫টি আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে এবং সাড়ে তিন হাজার রুশ সেনাকে হত্যা করেছে।
- জাপান টাইমস জানিয়েছে, ইউক্রেনের উপকূলে একটি জাপানি মালিকানাধীন পণ্যবাহী জাহাজে মিসাইল হামলা
- ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামগ্রিক সহায়তার জন্য ২৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং সামরিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার।
BREAKING: President Biden signs memorandum for 'immediate military assistance to Ukraine', with $250 million for overall assistance and $350 million for 'defense articles and services of the Department of Defense, and military education and training'
— The Spectator Index (@spectatorindex) February 26, 2022
- কিভ ছাড়ার জন্য মার্কিন অনুরোধ ফেরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, 'আমার গোলাবারুদ দরকার, রাইড নয়।'
BREAKING: In response to US request to evacuate Kyiv, Ukraine's Zelensky said he needed 'ammunition, not a ride'
(Source: Associated Press)
— The Spectator Index (@spectatorindex) February 26, 2022
- ইউক্রেনের মিডিয়া বলছে, প্রেসিডেন্ট জেলেনস্কি এখনও কিভে আছেন এবং ব্যক্তিগতভাবে শহরের প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করছেন।
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা রাশিয়াকে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করার বিকল্পটি পুনর্বিবেচনা করছে
- ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত সরকারের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনের সীমান্ত এলাকায় না যেতে।
- কিভের বিভিন্ন দিক থেকে গুলি শব্দ শোনা যাচ্ছে।
- NetBlocks GigaTrans এর নেটওয়ার্ক সংযোগে বড় ধরনের বিভ্রাট।
- কিভে ইন্টারনেট সংযোগে ব্যাঘাতের রিপোর্ট।
- মধ্য কিয়েভ থেকে প্রায় আট মাইল পশ্চিমে প্রচণ্ড লড়াই চলছে।
- ইউক্রেনের সেনাবাহিনী বলেছে যে তারা কিয়েভে একটি ঘাঁটিতে রাশিয়ার হামলা প্রতিহত করেছে।
- ইউক্রেনের সেনার দাবি, বাসিলকিভের কাছে রুশ বিমানকে তারা গুলি করে নামিয়েছে।
- এদিন ইউক্রেনের রাজধানী কিভে পাঁচটি বড়সড় বিস্ফোরণ
- ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ইস্যুতে একসারিতে চিন ও ভারত, রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত দুই দেশই। ভোটদান থেকে নিজেদের সরিয়ে রাখল সংযুক্ত আরব আমিরশাহিও।
It is a matter of regret that the path of diplomacy was given up. We must return to it. For all these reasons, India has chosen to abstain on this resolution: India's Permanent Rep to UN, TS Tirumurti at UNSC meeting on Ukraine
— ANI (@ANI) February 25, 2022
- ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনী আজ রাতে কিয়েভ আক্রমণ করার চেষ্টা করবে