কোস্ত্রোমা: ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Incident) জেরে রাশিয়ার (Russia) একটি ক্যাফেতে (Cafe) জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ১৫ জনের। জখম হলেন আরও পাঁচজন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোর (Moscow) উত্তরদিকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থিত কোস্ত্রোমা (Kostroma) শহরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাশিয়ার স্থানীয় সময় শুক্রবার মাঝ রাতে কোস্ত্রোমার ওই ক্যাফেটিতে প্রচুর লোক ছিল। আচমকা কিছু মানুষের মধ্যে কথাকাটি শুরু হয়ে যায়। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে বন্দুক চালায় একজন ব্যক্তি। এর জেরে আগুন লেগে যায় ওই ক্যাফেতে। আস্তে আস্তে তা ভয়ানক আকার ধারণ করলে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। ভেঙে পড়ে বিল্ডিংটির ছাদও (roof)। এর ফলে ক্যাফেটি থেকে ২৫০ জনকে সুস্থ অবস্থায় বের করে আনা সম্ভব হলেও জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ১৫ জন। জখম হন আরও পাঁচ।
এপ্রসঙ্গে কোস্ত্রোমা প্রদেশের গর্ভনর জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীরা ২৫০ জনকে উদ্ধার করেছেন। পাঁচজন জখম হয়েছিলেন তাঁদের চিকিৎসা করা হচ্ছে। ক্যাফেটির ছাদ ভেঙে পড়ার কারণে মৃতের সংখ্যা বেড়েছে। ইতিমধ্যেই একটি ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। যে ব্যক্তি প্রথমে বন্দুক ব্যবহার করেছিল তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।