রাবণ (Photo Credits: IANS)

কলম্বো, ১৯ জুলাই: লঙ্কার রাবণ (Ravana) কি প্রথম বিমানে (Aircraft) চড়েছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে মাঠ নামল শ্রীলঙ্কা (Sri Lanka) সরকার। শ্রীলঙ্কার মানুষের বিশ্বাস অনুযায়ী, বিমান পরিবহণের পথিকৃতও ছিলেন রাবণই। এই বিশ্বাসকে স্বীকৃতি দিতে চায় শ্রীলঙ্কার সরকার৷ সেই জন্য বিস্তারিত তথ্যানুসন্ধান ও গবেষণা চালিয়ে নিজেদের দাবির স্বপক্ষে আরও প্রমাণ জোগাড় করতে মরিয়া তারা৷ ইতিমধ্যেই শ্রীলঙ্কা সরকারের পর্যটন ও বিমান পরিবহন মন্ত্রকের সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে। তাতে সাধারণ মানুষের থেকে রাবণ সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে। 'রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্যের হারিয়ে যাওয়া ঐতিহ্য' শীর্ষক বিষয়ে গবেষণা চালানো হবে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে৷ সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে পর্যাপ্ত অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজ্ঞাপনে৷

নিউজ ১৮ বাংলার খবর অনুযায়ী, শ্রীলঙ্কা সরকার জানতে চায় কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন রাবণ। শ্রীলঙ্কা সরকারের বিশ্বাস অনুযায়ী, প্রায় ৫০০০ বছর আগে বিশ্বের প্রথমবার আকাশপথে যাত্রা করেছিলেন রাবণ৷ গবেষণায় সেটি খুঁজে বের করতে চায় শ্রীলঙ্কা সরকার৷ শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহণ দফতরের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শশী দনতুঙ্গে কলম্বো থেকে ফোনে দাবি করেন, রাবণই প্রথমবার বিমান উড়িয়েছিলেন, এর একাধিক অকাট্য প্রমাণ তাঁদের কাছে রয়েছে৷ তিনি আরও বলেন, "রাজা রাবণ অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন৷ তিনি প্রথম ব্যক্তি যিনি আকাশপথে যাত্রা করেন৷ এটা কোনও পূরাণ কাহিনির অংশ নয়, এমটা বাস্তবেই ঘটেছিল৷ এর উপরে বিস্তারিত গবেষণা হওয়া প্রয়োজন৷ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এটা প্রমাণ করে দেব৷" আরও পড়ুন: Modi Has 6 Crore Followers On Twitter: টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফলোয়ার সংখ্যা ছুঁল ৬ কোটি

গত বছরই শ্রীলঙ্কায় একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল৷ সেখানে বিমান পরিবহণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা, ইতিহাসবিদ, পূরাতত্ত্ব বিশারদ, বিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদরা হাজির ছিলেন৷ সেই আলোচনা সভাতেও মেনে নেওয়া হয় যে প্রায় ৫০০০ বছর আগে আকাশপথে ভারতে এসে শ্রীলঙ্কায় ফিরে যান রাবণ৷ যদিও রাবণ যে সীতাকে অপহরণ করেছিলেন, শ্রীলঙ্কার অনেক বিশেষজ্ঞই তা মানতে চান না৷ কারণ তাঁরা মনে করেন এটি রামায়ণের ভারতীয় সংস্করণের দাবি৷ রাবণকে তাঁরা একজন মহান রাজা হিসেবেই গণ্য করেন৷