কাঠমাণ্ডু: ফের রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হল নেপাল (Nepal)। শুক্রবার প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল (Pushpa Kamal Dahal) বা প্রচণ্ডর (Prachanda) নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার (withdraws support) কথা ঘোষণা করলেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (Rastriya Swatantra Party) প্রধান রবি লামিছানে।
এর ফলে আগামী ৩০ দিনের মধ্যে নেপালের জাতীয় সংসদে আস্থা ভোটে (floor test) সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে প্রচণ্ডর নেতৃত্বাধীন সরকারকে। না হলে পতন হবে তাদের। তবে ২১টি আসনে জয়ী হওয়া আরএসপি সমর্থন তুলে নেওয়ার ফলে যা অত্যন্ত কঠিন হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নেপালের অন্যতম বড় রাজনৈতিক দল। গত জাতীয় নির্বাচনে ২১টি আসনে জয়ী হয়ে নেপালের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করেছিল তারা। এরপর অনেকেই মনে করেছিলেন যে নিজের মন্ত্রিসভায় বেশ গুরুত্বপূর্ণ পদে রাখা হবে আরএসপি-র জয়ী প্রার্থীদের। কিন্তু, সেই জল্পনাতে জল ঢেলে দিয়ে সম্প্রতি নেপালি কংগ্রেসের তিন সদস্যকে নিজের মন্ত্রিসভায় স্থান দেন প্রচণ্ড। বৃহস্পতিবার ওই তিনজন মন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন। আর তারপর শুক্রবারই প্রচণ্ডর সরকারের উপর থেকে সমর্থন তুলে নিল আরএসপি। আরও পড়ুন: WHO On Covid-19: করোনার জন্য জারি হওয়া বিশ্বব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, দেখুন ভিডিয়ো
Nepal | Rastriya Swatantra Party (RSP) withdraws support to incumbent Pushpa Kamal Dahal-led government: Party Chief Rabi Lamichhane.
With this Dahal would need to go for floor test within 30 days after appraising the Prime Minister about the move, as per the constitution. The…
— ANI (@ANI) May 5, 2023