ব্রাজিল (Brazil) সফর ছেড়ে বুধবারই গায়ানাতে (Guyana) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দীর্ঘ ৫৬ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কোনও রাষ্ট্রনেতা গায়ানা সফরে গিয়েছেন। এর আগে ১৯৬৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) গিয়েছিলেন এই দেশে। গায়ানাতে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহম্মদ ইরফান আলি (Md. Irfaan Ali)। এদিন গায়ানার পার্লামেন্টে ভাষণও দেন তিনি। জানা যাচ্ছে গায়ানা ও বার্বাডোজ প্রশাসন মোদীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করবেন। অন্যদিকে বুধবার গায়ানার জর্জটাউনে (Georgetown) অনুষ্ঠিত হয় 'এক পেড মা কা নাম' কর্মসূচি। সেখানে দুই দেশের রাষ্ট্রনেতাই বৃক্ষরোপন কর্মসূচিতে সামিল হন।