লিয়াম পেইন (ছবিঃX)

নয়াদিল্লিঃ বান্ধবীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর ফেরা হল না! হোটেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু জনপ্রিয় পপ ব্যান্ড 'ওয়ান ডিরেকশন(One Direction)'-এর অন্যতম গায়ক লিয়াম পেইনের(Liam Payne)। মাত্র ৩১ বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পপ গায়ক। জানা গিয়েছে, বান্ধবীর সঙ্গে ছুটি কাটাতে বুয়েনস এয়ারসে গিয়েছিলেন তিনি। সেখানেই হোটেলের চারতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। বুধবার বিকেল ৫ টা নাগাদ পুলিশে খবর দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষের তরফে। কোনও নেশায় বুঁদ ছিলেন তিনি, এমনটাই দাবি হোটেল কর্তৃপক্ষের। পুলিশ এসে লিয়ামের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। লিয়ামের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া ভক্তমহলে। প্রসঙ্গত, 'ওয়ান ডিরেকশন'কে অন্য মাত্রা দিয়েছিলেন লিয়াম। তাঁর একের পর অভিনব সৃষ্টি ভক্ত মনে সাড়া ফেলেছিল। এক  যদিও কিছুদিন আগে এই ব্যান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তাঁর। সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।

হোটেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু 'ওয়ান ডিরেকশন'-এর গায়ক লিয়াম পেইনের