Nobel Laureate Abhijit Banerjee: ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি হয়েই নোবেল নিলেন অভিজিৎ ব্যানার্জি

একেবারে খাঁটি বাঙালি হয়েই আন্তর্জাতিক মঞ্চে নোবেল পুরস্কার নিলেন অভিজিৎ ব্যানার্জি (Nobel Laureates Abhijit Banerjee)। মঙ্গলবার স্টকহোমের কনসার্ট হলে আনুষ্ঠানিকভাবে নোবেল পেলেন অভিজিৎ ব্যানার্জি, তাঁর, স্ত্রী এস্থার দুফলো (Esther Duflo) ও মাইকেল ক্রেমার (Michael Kremer)। অক্টোবরেই মাসে নোবেল কমিটি ঘোষণা করেছিল অমর্ত্য সেনের (Amartya Sen) পর নোবেল পেতে চলেছেন আরও এক বাঙালি। চলতি বছর অর্থনীতিতে নোবেলপ্রাপক হিসেবে ঘোষণা হয়েছিল, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তাঁর স্ত্রী এস্থার দুফলো ও সহযোগী গবেষক মাইকেল ক্রেমারের নাম। সেই ঐতিহাসিক মুহূর্ত এল মঙ্গলবার সুইডেনের স্টকহোম (Stockholm) শহরে। একেবারে ধুতি ও পঞ্জাবিতে হাজির হয়েছিলেন অভিজিৎবাবু। স্বামীকে যোগ্য সঙ্গত দিয়ে শাড়ি পরেছিলেন ফরাসি এস্থার দুফলো। তাঁদের হাতে নোবেল পুরস্কার তুলে দিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি (Royal Swedish Academy)। অভিজিতৎ ও এস্থার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, নোবেল থেকে প্রাপ্য অর্থ দিয়ে দান করবেন গবেষণায়।

ধূতি পাঞ্জাবি পরে নোবেল নিলেন অভিজিৎ ব্যানার্জি (Photo: Twitter)

স্টকহোম, ১১ ডিসেম্বর: একেবারে খাঁটি বাঙালি হয়েই আন্তর্জাতিক মঞ্চে নোবেল পুরস্কার নিলেন অভিজিৎ ব্যানার্জি (Nobel Laureate Abhijit Banerjee)। মঙ্গলবার স্টকহোমের কনসার্ট হলে আনুষ্ঠানিকভাবে নোবেল পেলেন অভিজিৎ ব্যানার্জি, তাঁর, স্ত্রী এস্থার দুফলো (Esther Duflo) ও মাইকেল ক্রেমার (Michael Kremer)। অক্টোবরেই মাসে নোবেল কমিটি ঘোষণা করেছিল অমর্ত্য সেনের (Amartya Sen) পর নোবেল পেতে চলেছেন আরও এক বাঙালি। চলতি বছর অর্থনীতিতে নোবেলপ্রাপক হিসেবে ঘোষণা হয়েছিল, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তাঁর স্ত্রী এস্থার দুফলো ও সহযোগী গবেষক মাইকেল ক্রেমারের নাম। সেই ঐতিহাসিক মুহূর্ত এল মঙ্গলবার সুইডেনের স্টকহোম (Stockholm) শহরে। একেবারে ধুতি ও পঞ্জাবিতে হাজির হয়েছিলেন অভিজিৎবাবু। স্বামীকে যোগ্য সঙ্গত দিয়ে শাড়ি পরেছিলেন ফরাসি এস্থার দুফলো। তাঁদের হাতে নোবেল পুরস্কার তুলে দিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি (Royal Swedish Academy)। অভিজিতৎ ও এস্থার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, নোবেল থেকে প্রাপ্য অর্থ দিয়ে দান করবেন গবেষণায়।

স্টকহোমে উপস্থিত ছিলেন অভিজিতের মা নির্মলা ব্যানার্জি, ভাই অনিরুদ্ধও। আনন্দবাজারের খবর অনুযায়ী, অভিজিৎদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে নোবেল কমিটি বলে, "গত দুই দশকে বিশ্বজুড়ে জীবনযাপনের উন্নতি হয়েছে। তবে রয়েছে বহু বাধাও। আজও বহু শিশু স্কুলছুট হয়ে যায় উন্নয়নশীল দেশগুলিতে। বহু শিশু মারা যাচ্ছে এমন রোগে যা সহজেই প্রতিকার সম্ভব। আজও বহু কৃষক জৈব সার ব্যবহার করতে পারেন না যা তাঁদের পক্ষেই লাভজনক হতে পারত।" আরও পড়ুন: Unnao Rape Case: আগামী সপ্তাহেই উন্নাও ধর্ষণকাণ্ডের রায়, সাজা কি হবে কুলদীপ সেঙ্গারের?

নোবেল কমিটি জানিয়েছে, অভিজিৎরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজেছেন পরীক্ষামূলক পদ্ধতিতে। দারিদ্রের চরিত্রসন্ধান করেছেন ব্যক্তি হিসেবে দরিদ্রদের বিভিন্নতার কথা মাথায় রেখে। অভিজিৎদের গবেষণা পদ্ধতি হাতেকলমে অনুসন্ধান চালিয়েছে পরিমাণগত পদ্ধতির ওপর নির্ভর করে।"