Bangladeshi Immigrant Cop (Photo Credit: X)

দিল্লি, ২৯ জুলাই: নিউ ইয়র্কে গুলি (New York Shooting) চালানোর ঘটনায় নিহত হলেন এক বাংলাদেশি (Bangladesh) বংশোদ্ভুদ। নিহতের নাম দিদারুল ইসলাম (Didarul Islam)। নিউ ইয়র্ক সিটি পুলিশ দফতরে কর্মরত ছিলেন এই দিদারুল ইসলাম। বাংলাদেশি বংশোদ্ভুদ দিদারুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তই নিউ ইয়র্ক সিটি পুলিশের তরফে শোক প্রকাশ করা হয়।

রিপোর্টে প্রকাশ, নিউ ইয়র্ক সিটি পুলিশের দফতরে প্রায় সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন দিদারুল ইসলাম। ম্যানহাটনে যে গোলাগুলি হয় ২৮ জুলাই, সেখানে দিদারুল ইসলামের পাশাপাশি আরও ৪ জন নিহত হন বলে খবর মেলে। ম্যানহাটনের ঘটনায় দিদারুল ইসলাম অন্যদের বাঁচানোর চেষ্টা করেন বন্দুকধারীদের হাত থেকে। তবে শেষ পর্যন্ত দিদারুল তাঁদের বাঁচাতে পারেননি।

জানা যাচ্ছে, দিদারুল রেখে গিয়েছেন তাঁর স্ত্রী এবং ২ সন্তানকে। তবে দিদারুল ইসলামের স্ত্রী এই মুহূর্তে তৃতীয় সন্তানের জন্য অন্তঃসত্ত্বা। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যাচ্ছে। দিদারুল ইসলামের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মার্কিন মুলুকে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যে।

নিউ ইয়র্ক সিটি পুলিশের তরফে শোক বার্তায় জানানো হয়েছে, দিদারুল ইসলাম একজন সৎ এবং কর্মনিষ্ঠ পুলিশ অফিসার ছিলেন। নিউ ইয়র্কের মানুষকে সমস্ত বিপদ থেকে কীভাবে আগলে রাখা যায়, সেই চেষ্টাই সব সময় করতেন দিদারুল। আর সেই চেষ্টাই তাঁর প্রাণ কেড়ে নিয়েছে। জানা যায়, ম্যানহাটনে  বন্দুকধারীর হামলার সময় দিদারুল ইসলাম ছুটিতে ছিলেন। তবে ছুটি বাতিল করে তিনি ওই অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীর গুলি থেকে সেখানকার মানুষকে বাঁচাতে হাজির হন।