Manisha Koirala On Nepal (Photo Credit: Instagram)

কাঠমাণ্ডু, ৯ সেপ্টেম্বর: জেন জ়ি-র (Gen Z Protest In Nepal) বিক্ষোভে যখন উত্তাল নেপাল (Nepal Protests), সেই সময় ভারতের পড়শি দেশ থেকে একের পর এক মৃত্য়ুর খবর আসতে শুরু করেছে। নেপালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৯-২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর মেলে। আহত বহু। নেপাল যখন বিক্ষোভের আগুনে জ্বলছে, সেই সময় তার খবর হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে গোটা বিশ্ব জুড়ে। সোশ্যাল মিডিয়া কেন নিষিদ্ধ (Social Media Banned) করা হয়েছে, তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয় জেন জ়ি। সেই সঙ্গে নেপাল সরকারের দুর্নীতির বিরুদ্ধেও সরব হন বিক্ষোভকারীরা। জেন জ়ি-এর বিক্ষোভকারীরা যখন তোলপাড় করে দেয় গোটা দেশ, সেই সময় মুখ খুললেন মণীষা কৈরালা (Manisha Koirala)।

আরও পড়ুন: Nepal Unrest: সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলেছে নেপাল সরকার, মঙ্গল সকালেও থমথমে কাঠমান্ডু, জারি কার্ফু

অভিনেত্রী বলেন, 'নেপালের অধ্যায়ে কালো দিন'। শুধু তাই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্য নেপালে বিক্ষোভ শুরু হয়েছে বলে দাবি করছে। আদতে যে বিক্ষোভ হচ্ছে, তা সরকারের দুর্নীতির বিরুদ্ধে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেমন জেন জ়ি সরব হচ্ছে তেমনি বাক স্বাধীনতা হরণের প্রতিবাদেও মানুষ রাস্তায় নামতে শুরু করেছেন বলে দাবি করেন মণীষা কৈরালা।

নেপালে যখন ১৯, ২০ জনের মৃত্যু হয়েছে, পুলিশের লাঠি, গুলির আঘাতে রক্ত ঝরতে শুরু করেছে, সেই সময় ওই ঘটনার প্রবল প্রতিবাদ করেন মণীষা। এরপরই নেপাল সরকারের দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে ওঠেন বলিউডের এক সময়ের প্রথম সারির অভিনেত্রী তথা নেপালের কন্যা।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নেপালের পরিস্থিতি বর্ণনা করে একের পর এক প্রতিবাদের আগুন জ্বালাতে শুরু করেন মণীষা।

প্রসঙ্গত বাংলাদেশে যখন গত বছর জুলাই, অগাস্ট মাসে বিক্ষোভ শুরু হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই সময়ও রাস্তায় নামেন সে দেশের বহু অভিনেতা। বাঁধন থেকে শুরু করে নুসরত ইমরোজ় তিশা, একের পর এক প্রতিবাদে গর্জে ওঠেন। এবার সেই একই ছবি দেখা যাচ্ছে নেপালেও।