দিল্লি, ৯ সেপ্টেম্বর: ভারতীয়রা (Indians In Nepal) যাতে নিরাপদে থাকেন। ঘরের ভিতরে থাকেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হল বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। নেপাল (Nepal Protests) যখন প্রবল বিক্ষোভে ফুটছে, সেই সময় সে দেশে যে ভারতীয়রা রয়েছেন, তাঁরা প্রত্য়েকে সতর্ক থাকুন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এমনই সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে কেউ নেপালে যাবেন না। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ইস্তফা দিয়েছেন।
গণবিক্ষোভের মুখে আজ পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ওলি। ফলে নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফার পর নেপালের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে। ফলে নেপালের পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত শান্ত হচ্চে, ততক্ষণ কেউ সেখানে যাবেন না বলে ভারতীয়দের পরামর্শ দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে।
সেই সঙ্গে নেপালে যে ভারতীয় (Indians) দূতাবাস রয়েছে, সেখানকার সঙ্গে প্রত্যেক ভারতীয় সব সময় যোগাযোগ রাখুন বলে জানানো হয় এস জয়শঙ্করের দফতরের তরফে।
এদিকে নেপালের প্রবল বিক্ষোভের মাঝে সেখানকার সংসদ ভবন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। নেপালের প্রধানমন্ত্রী ওলি পদত্য়াগ করার পরপরই ভক্তপুরে তাঁর ব্যক্তিগত বাড়িতে যেমন আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তেমনি সংসদ ভবনও জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা।
দেখুন কীভাবে জ্বালিয়ে দেওয়া হয় নেপালের সংসদ ভবন...
#WATCH | Nepal: Protestors set the Parliament building on fire as the protest turned violent in Kathmandu.
The Nepali PM resigned this afternoon amid demonstrations against the Government over alleged corruption. pic.twitter.com/UG50szWE25
— ANI (@ANI) September 9, 2025
নেপালের প্রধানমন্ত্রী ওলির আজ বিকেলে সর্বদলীয় বৈঠকে বসার কথা ছিল। তবে সর্বদলীয় বৈঠকের আগে গণবিক্ষোভের মুখে পড়ে তাঁকে ইস্তফা দিতে হয়। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা নেপাল। এমনকী ওলির ব্য়ক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে সেখানে উল্লাসে নৃত্য করতেও দেখা যায় বিক্ষোভকারীদের।
কী নিয়ে বিক্ষোভ নেপালে
সম্প্রতি নেপালে টিকটককে বাদ রেখে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়। যার বিরুদ্ধে রাস্তায় নামে জেন জ়ি। শুধু সোশ্যাল মিডিয়া নিষিদ্ধর বিষয় নয়, প্রতিবাদীদের প্রতিবাদে যুক্তহয় দুর্নীতিও। নেপাল সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে রাস্তায় উত্তাল বিক্ষোভ শুরু করেন সে দেশের যুব সম্প্রদায়। এরপরই গণবিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রী ওলি নিজের পদ থেকে সরে যেতে বাধ্য হন।