Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

নিউ ইয়র্ক, ২৫ সেপ্টেম্বর: ভারতের উন্নতি হলে, বিশ্বের উন্নয়নও গতি পায়৷ ভারতে যে হারে বিজ্ঞানের উন্নতি হচ্ছে, তা বিশ্বের উন্নতিকে ত্বরানিত করতে পারে বলে নিউ ইয়র্কে (UNGA) দাঁড়িয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)৷

প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,  'সেবা পরম ধর্ম'৷ এই ভাবধারাকে বিশ্বাস করে ভারত৷ নিজের সীমিত ক্ষমতার মধ্যে থেকে ভারত গোটা দেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করছে৷ ভারতে এমআরএনএ ভ্যাকসিন তৈরির কাজ চলছে৷ করোনা প্রতিরোধে ন্যাসাল ভ্যাকসিন তৈরির কাজও চলছে ভারতে৷ ফলে যাঁদের প্রয়োজন, তাঁদের প্রত্যেককে ভ্যাকসিন দিয়ে, ভারত সাহায্য করছে বলে জানান মোদী৷ দুনিয়া জুড়ে যত ভ্যাকসিন প্রস্তুতকারক রয়েছে, তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতে৷ ভারতের চিকিৎসক, ইঞ্জিনিয়ররা যে দেশেই থাকুন না কেন, দেশের শিষ্টাচার তাঁদের মানব সেবার কাজ করতে উৎসাহ যোগায় বলে মন্তব্য করেন মোদী৷

ভারতে (India) চলছে আত্ম নির্ভর অভিযান৷ সেই কারণে গোটা বিশ্বে ভারত নিজের অনন্য জায়গা করে নিতে শুরু করেছে৷ ভারতে দুনিয়ার সবচেয়ে বড় গ্রিন হাইড্রোজেন হাব তৈরির চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী মোদী৷ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে মাহাকাশে ৭৫টি যান পাঠাতে চলেছে বলেও জানান মোদী৷

আরও পড়ুন:  Mamata Banerjee: 'আমিও হিন্দু, তাহলে কেন যেতে দেওয়া হচ্ছে না', রোম সফরে 'না' করার পর কেন্দ্রকে তোপ মমতার

পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, যারা সন্ত্রাসবাদকে হাতিয়ার করছে, তাদের বুঝতে হবে জঙ্গি সংগঠনগুলি তাদের ক্ষেত্রেও বিপদজ্জনক৷ আফগানিস্তানের (Afghanistan) মাটিকে যাতে সন্ত্রাসের আতুঁড়ঘর হিসেবে ব্যবহার করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে৷ পাশাপাশি আফগানিস্তানের যে অবস্থা, তাকে হাতিয়ার করে যাতে কোনও দেশ নিজের ফায়দা তুলতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে৷ আফগানিস্তানের মহিলা, সংখ্যালঘুদের যে অবস্থা, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেও মার্কিন মুলুকে দাঁড়িয়ে জোর গলায় দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷