নিউ ইয়র্ক, ২৫ সেপ্টেম্বর: ভারতের উন্নতি হলে, বিশ্বের উন্নয়নও গতি পায়৷ ভারতে যে হারে বিজ্ঞানের উন্নতি হচ্ছে, তা বিশ্বের উন্নতিকে ত্বরানিত করতে পারে বলে নিউ ইয়র্কে (UNGA) দাঁড়িয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)৷
প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, 'সেবা পরম ধর্ম'৷ এই ভাবধারাকে বিশ্বাস করে ভারত৷ নিজের সীমিত ক্ষমতার মধ্যে থেকে ভারত গোটা দেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করছে৷ ভারতে এমআরএনএ ভ্যাকসিন তৈরির কাজ চলছে৷ করোনা প্রতিরোধে ন্যাসাল ভ্যাকসিন তৈরির কাজও চলছে ভারতে৷ ফলে যাঁদের প্রয়োজন, তাঁদের প্রত্যেককে ভ্যাকসিন দিয়ে, ভারত সাহায্য করছে বলে জানান মোদী৷ দুনিয়া জুড়ে যত ভ্যাকসিন প্রস্তুতকারক রয়েছে, তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতে৷ ভারতের চিকিৎসক, ইঞ্জিনিয়ররা যে দেশেই থাকুন না কেন, দেশের শিষ্টাচার তাঁদের মানব সেবার কাজ করতে উৎসাহ যোগায় বলে মন্তব্য করেন মোদী৷
ভারতে (India) চলছে আত্ম নির্ভর অভিযান৷ সেই কারণে গোটা বিশ্বে ভারত নিজের অনন্য জায়গা করে নিতে শুরু করেছে৷ ভারতে দুনিয়ার সবচেয়ে বড় গ্রিন হাইড্রোজেন হাব তৈরির চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী মোদী৷ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে মাহাকাশে ৭৫টি যান পাঠাতে চলেছে বলেও জানান মোদী৷
পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, যারা সন্ত্রাসবাদকে হাতিয়ার করছে, তাদের বুঝতে হবে জঙ্গি সংগঠনগুলি তাদের ক্ষেত্রেও বিপদজ্জনক৷ আফগানিস্তানের (Afghanistan) মাটিকে যাতে সন্ত্রাসের আতুঁড়ঘর হিসেবে ব্যবহার করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে৷ পাশাপাশি আফগানিস্তানের যে অবস্থা, তাকে হাতিয়ার করে যাতে কোনও দেশ নিজের ফায়দা তুলতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে৷ আফগানিস্তানের মহিলা, সংখ্যালঘুদের যে অবস্থা, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেও মার্কিন মুলুকে দাঁড়িয়ে জোর গলায় দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷