নেপিডো, ২ জুলাই:মিয়ানমারের (Myanmar) জেড খনিতে (Jade Mine) ভয়াবহ ধস, মৃত্যু কমপক্ষে ১৬২ জন শ্রমিকের। দেশের দমকল বিভাগ এবং তথ্য মন্ত্রক জানিয়েছে, ধসের নীচে এখনও অনেক শ্রমিক চাপা পড়ে রয়েছেন। একটি ফেসবুকে পোস্টে দমকলের তরফে জানানো হয়েছে, উত্তর মিয়ানমারের কাছিন রাজ্যের জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। তুমুল বৃষ্টির জেরে কাদার স্রোতে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা ANI জানিয়েছে, এখনও পর্যন্ত ১৬২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
সাধারণত জেড হল একধরনের সবুজ পাথর, যা অলঙ্কারে ব্যবহৃত হয়। সেই অলঙ্কারের চাহিদাও বেশি। জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিগুলির পরিকাঠামো অত্যন্ত নিম্নমানের বলে একাধিক সময়ে অভিযোগ উঠেছে। খনির মধ্যে প্রায়ই ধস সহ অন্যান্য দুর্ঘটনা ঘটে। অনেকের মৃত্যুও হয়েছে। খনির আশপাশে যে গ্রামগুলি আছে সেখানকার বাসিন্দারাও সারাক্ষণ আতঙ্কে কাটান।
বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়।