ইসলামাবাদ, ২ জানুয়ারি: মুম্বাই হামলার (Mumbai Attack) মাস্টারমাইন্ড এবং লস্কর-ই-তইবার অপারেশনস কমান্ডার জাকিউর রহমান লকভিকে (Zaki-ur-Rehman Lakhvi ) গ্রেপ্তার করল পাকিস্তানের পুলিশ। টেরর ফান্ডিংয়ের অভিযোগে তাকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। মুম্বাই হামলা মামলায় ২০১৫ সাল থেকে জামিনে থাকা লকভিকে পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) গ্রেপ্তার করেছে। তবে কোথা থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি সংস্থাটি।
সরকারি তরফে বলা হয়েছে, সিটিডি অভিযানের পরে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ সংগঠন এলইটি নেতা জাকিউর রহমান লকভিকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হয়েছে যে, সিটিডি লাহোরের একটি থানায় সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় রয়েছে লকভির নামে। সন্ত্রাসবাদের অর্থায়নের জন্য সংগৃহীত তহবিল ব্যবহার করে একটি ডিসপেনসারি চালানোর অভিযোগ রয়েছে। লকভি এবং অন্যান্যরা এই ডিসপেনসারি থেকে তহবিল সংগ্রহ করেছে এবং এই তহবিল আরও সন্ত্রাসবাদের অর্থায়নের জন্য ব্যবহার করেছে। এছাড়াও নিজের ব্যক্তিগত খরচ চালাতেও এই তহবিল ব্যবহার করেছে লকভি। আরও পড়ুন: Pharmacist Spoils 500 Doses of Vaccine: 'ইচ্ছাকৃতভাবে' ৫০০ করোনা ভ্যাকসিন নষ্ট, অ্যামেরিকায় গ্রেপ্তার ফার্মাসিস্ট
সিটিডি জানিয়েছে যে নিষিদ্ধ সংগঠন এলইটি ছাড়াও জাকিউর রহমান লকভি রাষ্ট্রসংঘের দ্বার ঘোষিত জঙ্গি। তার মামলা লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে পেশ করা হবে।