দ্বীপরাষ্ট্রে ভয়াবহ ভূমিকম্প। আজ, মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কা কেঁপে উঠল ৬.২ মাত্রার বড় ভূমিকম্পে। দক্ষিণ শ্রীলঙ্কার বেশ কিছু অংশের পাশাপাশি রাজধানী কলম্বোতেও কম্পন অনুভূত হয়েছে। কলম্বোতে ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় মানুষরা ঘর থেকে বেরিয়ে আসেন। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সুনামি সতর্কতা জারি করার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর আসেনি। তবে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে, দেশের বেশ কিছু অংশে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
ইউরোপের বরফঘেরা দেশ আইসল্যান্ড বারবার কেঁপে উঠছে। গতকালও আইসল্যান্ডে ২৫০টি-র মত ভূমিকম্প হয়।
দেখুন এক্স
Massive Earthquake in Sri Lanka.6.2-magnitude earthquake tremors jolt #SriLanka.
Tsunami warning issued#SriLankaEarthquake
இலங்கை அருகே நடுக்கடலில் நிலநடுக்கம்#SriLanka #earthquake #SrilankaEarthquakes pic.twitter.com/ic6ZXeGhoX
— know the Unknown (@imurpartha) November 14, 2023
গত পাঁচ দিনে আইসল্যান্ডে দু হাজারের কাছাকাছি ভূমিকম্প হয়েছে। সেখানে আগ্নেয়গিরিগুলো জেগে ওঠার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। আইসল্যান্ডের ধারাবাহিক ভূমিকম্প রাস্তাঘাট, বাড়িতে বড় ফাটল দেখা দিচ্ছে।