বর্তমানে মলদ্বীপে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামীকাল মলদ্বীপের ৬০ তম স্বাধীনতা দিবস রয়েছে। সেই উপলক্ষেই মলদ্বীপে বিশেষ অতিথি হিসেবে গিয়েছেন তিনি। শুক্রবার প্রেসি়ডেন্ট মহম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তাঁর। একাধিক চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে। এই বৈঠকে পহেলগাম জঙ্গি হামলা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়। সেখানেই নিরাপত্তা বিষয়ে উদ্বেগপ্রকাশ করেন মুইজ্জু।
পহেলগাম হামলা নিয়ে দুঃখপ্রকাশ মুইজ্জুর
এই নিয়ে বিদেশ সচীব বিকাশ মিস্রি বলেন, “পহেলগামে জঙ্গি হামলার বিষয়ে, মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু হামলার নিন্দা এবং দেশের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এদিন দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত নিয়েও আলোচনা হয়। দুই দেশের সুরক্ষা আরও কীভাবে মজবুত করা যায়, সেই নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়। এটি এখনও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা মলদ্বীপের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি”।
একাধিক চুক্তিতে স্বাক্ষর
প্রসঙ্গত, এদিন দুই দেশের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়া মলদ্বীপের জন্য ঋণসীমা বাড়িয়ে ৪ হাজার ৮৫০ কোটি টাকা বাড়িয়েছে ভারত। এই টাকা দেশের সার্বিক উন্নয়ন খাতে ব্যবহার হবে বলে দাবি করেছেন মুইজ্জু। এছাড়া মুক্ত বানিজ্য চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে শুরু হয়েছে আলোচনা। সবমিলিয়ে এই সফর দুই দেশের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।