প্যারিস, ৩০ সেপ্টেম্বর: ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর। হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। বিস্ফোরণের ধরনের বিষয়েও কিছু জানা যায়নি। প্যারিসের আশপাশের শহরতলিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।প্রত্যক্ষদর্শীরা তাদের বিল্ডিং কেঁপে ওঠার কথা জানিয়েছেন। আশপাশের শহরতলির লোকজনও এই বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনও ধোঁয়া বা আগুন দেখার খবর।
প্যারিস পুলিশ জানিয়েছে, প্যারিস এবং সংলগ্ন শহরতলিতে যে বিস্ফোরণের কথা শোনা গেছিল তা আসলে একটি যুদ্ধবিমানের শব্দ। শব্দের থেকে তীব্র গতিতে যুদ্ধবিমান যাওয়ার কারণেই এই শব্দ হয়েছে।
গত শুক্রবার ব্যঙ্গচিত্র পত্রিকা 'শার্লি এবদো'-র পুরনো অফিসের কাছে হামলার ঘটনা ঘটে। ছে। ঘটনায় দু'জন মারাত্মকভাবে ছুরিকাঘাতে জখম হন। হামলায় জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।