বছরের শুরুতে ফের সুর চড়ালেন কিম জং উন (Kim Jong Un)। বছর শুরুর প্রথম দিনে নিজের দেশের সেনা বাহিনীকে কড়া নির্দেশ দেন উত্তর কোরিয়ার (North Korea) একনায়ক কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা বলেন, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যদি কোনওভাবে সংঘর্ষ শুরু করে, তাহলে তাদের নিশ্চিহ্ন করে দাও। অর্থাৎ দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা কোনওভাবে নিজেদের মধ্যে সেনা আঁতাত করে যুদ্ধ শুরু করলে, তাহলে তা বরদাস্ত করা হবে না। ওই দুই দেশের সংঘর্ষ বন্ধ করে, তাদের নিশ্চিহ্ন করতে হবে বলে নির্দেশ দেন কিম।
২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের রসায়ন যেমন বেড়েছে,তেমনি উত্তর কোরিয়াকে ভয় দেখানোর কাজ শুরু করেছে ওই দুই দেশ। দাবি কিমের। ফলে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সামরিক সমঝোতা হয়ে তা উত্তর কোরিয়ার পথের কাঁটা হলে, তা পুরোপুরি ধ্বংস করার ডাক দেন কিম জং উন।
নববর্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার সেনা বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের সময় এমনই নির্দেশ দেন কিম জং উন।