কানাডা পুলিশের (Canada Police) হাতে গ্রেফতার হল খলিস্তানপন্থী সন্ত্রাসী অর্শদীপ সিংহ ওরফে অর্শ দাল্লা (Arsh Dalla)। কানাডাতেই (Canada) গা ঢাকা দিয়েছিলেন 'মোস্ট ওয়ান্টেড' অর্শ। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির সূত্র নিজ্জর-ঘনিষ্ঠ খলিস্তানপন্থী সন্ত্রাসী অর্শদীপের গ্রেফতার হওয়ার খবর নিশ্চিত করেছে। জানা যাচ্ছে, অক্টোবরে কানাডার মিল্টন শহরে গুলি কাণ্ডের সঙ্গে তার নাম জরায়। সেই থেকেই আর্শকে খুঁজছিল কানাডা পুলিশ। রবিবার প্রথমে তাকে আটক করে তারপর গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কানাডার পাশাপাশি ভারতেও একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে অর্শদীপ জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ভারতে বিভিন্ন অপরাধমূলক কাজের পরেই তাকে 'মোস্ট ওয়ান্টেড' ঘোষণা করা হয়। আর্শ স্ত্রীর সঙ্গে কানাডায় গা ঢাকা দিয়েছিল। এদিকে গত অক্টোবরেই কানাডার মিল্টন শহরে একটি গোলাগুলির কাণ্ড ঘটে। এরপরেই কানাডা পুলিশ বন্দুকবাজদের তদন্তে তৎপর হয়। সেই তল্লাশি চলাকালীনই কানাডা পুলিশের হাতে আসে আর্শদীপ। আততায়ীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নিজ্জর-ঘনিষ্ঠ খলিস্তানপন্থী সন্ত্রাসীর গ্রেফতারির বিষয়টির উপর নজর রাখছে নয়া দিল্লি।
২০২০ সালে খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে (Hardeep Singh Nijjar) 'সন্ত্রাসবাদী' বলে ঘোষণা করেছিল ভারত। তার ঠিক তিন বছর পর ২০২৩ সালে কানাডার এক গুরুদ্বারের সামনে গুলি করে খুন করা হয় নিজ্জরকে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) অভিযোগ তোলেন, নিজ্জর হত্যার ভারতের হাত রয়েছে। তবে কানাডার সেই অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছে নয়া দিল্লি (New Delhi)। নিজ্জর হত্যা মামলা ঘিরেই ভারত-কানাডার কূটনীতিক সম্পর্কের অবনতি ঘটতে থাকে। মূলত নিজ্জর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল আর্শ দাল্লা (Arsh Dalla)।