Blast, Representational Image (Photo Credit: PTI)

জাভা, ৭ ডিসেম্বর: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia)। বুধবার জাভায় (Java) বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাভায় ভয়াবহ বিস্ফোরণের (Blast) জেরে এখনও পর্যন্ত ৭ জনের আহত হওয়ার খবর মিলছে। শুধু তাই নয়, জাভা থানায় বিস্ফোরণের জেরে এক পুলিশ অফিসারের মৃত্যুর খবর মেলে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, জাভার থানায় সন্ত্রাসবাদীদেরই একটি দল হামলা চালিয়েছে। তবে কোন জঙ্গি গোষ্ঠী এই হামলা চালায়, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

রিপোর্টে প্রকাশ, বুধবার জাভা থানায় এক ব্যক্তি প্রবেশ করে। তার হাতে বোমা ছিল। আচমকাই ওই ব্যক্তি থানায় প্রবেশ করে, বোমা ডিটোনেটেড করে ফেলে। সঙ্গে সঙ্গে ওই বোমা বিস্ফোরণের জেরে সেখানে হাজির এক পুলিশ অফিসারের মৃত্যু হয়। পাশাপাশি আত্মঘাতী বিস্ফোরণের ফলে ওই ব্যক্তিরও মৃত্যু হয় ঘটনাস্থলেই।

আরও পড়ুন:  Afghanistan Explosion: ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান

বিস্ফোরণের জেরে পরপর ২ জনের মৃত্যুর পাশাপাশি ৬ জন আহত হন। যাঁদের মধ্যে পুলিশ অফিসারও রয়েছেন। নিকটবর্তী হাসপাতালেই ওই ৬ জনের চিকিৎসা চলছে বলে খবর।