২৫ শতাংশ শুল্ক আগেই চাপিয়েছিল আমেরিকা। তাতে নীরব থেকেছিল ভারত, আর সেই নীরব থাকার জন্যই ভারতীয় পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপালো আমেরিকা। সবমিলিয়ে দ্বিগুন পরিমাণ শুল্ক চাপিয়ে ভারতকে আরও চাপে রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবারই এই নির্দেশে স্বাক্ষর করেছেন তিনি। এই খবর সামনে আসতেই আর মুখ বুঝে সহ্য করল না নয়াদিল্লি। এবার সরাসরি আমেরিকার এই শুল্কযুদ্ধের কড়া নিন্দা জানাল ভারত।
বিবৃতি প্রকাশ করেছে ভারত
এদিন বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত করা হয় একটি বিবৃতি। যেখানে বলা হয়, “ভারত রাশিয়ার থেকে তেল আমদানি করছে, এই নিয়ে গত কয়েকদিন ধরেই আমেরিকা বিভিন্নভাবে আমাদের সমস্যায় ফেলার চেষ্টা করছে। আমাদের আমদানি বাজার পরিস্থিতির ওপর নির্ভর করেই করতে হয়। ১৪০ কোটি ভারতীয়দের জন্য জ্বালানী নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এই নিয়ে আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলাম”।
কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত
বিবৃতিতে আরও বলা হয়েছে, “অন্য দেশগুলিও নিজেদের স্বার্থরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তারপরেও শুল্কবৃদ্ধির জন্য আমেরিকা আমাদেরকেই বেছে নিচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই পদক্ষেপ একেবারে অন্যায্য, অযৌক্তিক এবং দুর্ভাগ্যজনক। আমরা এর কড়া প্রতিবাদ করছি। জাতীয় সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত সরকার”।