Awami League (Photo Credit: X)

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ (Awami League)। তবে ভারতে নাকি এই দলের কার্যালয় খোলা হয়েছে। আর সেখানে নাকি দেশবিরোধী কার্যকলাপ চলছে বলে অভিযোগ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের। তাঁদের দাবি দিল্লি ও কলকাতায় খোলা হয়েছে এই ধরনের কার্যালয়। যদিও বুধবার সন্ধ্যের মধ্যেই এই বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দেয় ভারত সরকার। বিদেশমন্ত্রকের তরফ থেকে জবাব দেওয়া হয়, এদেশের মাটিতে আওয়ামী লিগের কোনও কার্যালয় নেই। এই তথ্য সম্পূর্ণ ভুল।

ভুল তথ্যের অভিযোগ ভারতের

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আওয়ামী লিগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনও কার্যকলাপ হচ্ছে কিনা, সেই নিয়ে ভারত সরকার একেবারেই অবগত নয়। ভারত সরকার এদেশের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ করার অনুমতি দেয় না। তাই বাংলাদেশের অন্তবর্তী সরকার যে দাবি করছে তা একেবারেই ভুল ও ভিত্তিহীন। ভারত চায় বাংলাদেশে তাঁদের জনগণের ইচ্ছে অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন যেন হয়।

নিষিদ্ধ আওয়ামী লিগ

প্রসঙ্গত, বাংলাদেশে সেনা অভ্যুত্থানের পর দেশছাড়া হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অনুপস্থিতিতে দেশ চালাচ্ছে অন্তবর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ইউনুসের দীর্ঘ টালবাহনার পর আগামী বছর বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা। তবে তার আগে এই নির্বাচনে যাতে আওয়ামী লিগ অংশগ্রহণ না করতে পারে সেই জন্য দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন মহম্মদ ইউনুস।