বলিউড-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর গানের যাদু অব্যাহত। একাধিক সময়ে কনসার্টে হাজির হতে দেখা যায় দিলজিৎ দোসাঞ্জকে (Diljit Dosanjh)। এবার অনুষ্ঠানের জন্য কানাডার (Canada) ওন্টারিওতে হাজির হন দিলজিৎ। ওন্টারিওতে কনসার্ট চলাকালীন কার্যত অবাক হলেন দিলজিৎ। ভারতীয় অভিনেতা, গায়ককে অবাক করে দিলজিতের অনুষ্ঠানে হাজির হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অনুষ্ঠান শুরুর আগে দিলজিতের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো। কোনওভাবে যাতে ভারতীয় গায়কের সঙ্গে সাক্ষাৎ হাতছাড়া না হয়, তার জন্য আগে থেকেই সেখানে হাজির হন ট্রুডো (Justin Trudeau)। কানাডার প্রধানমন্ত্রী হাজির হতেই জোড় হাতে মঞ্চে তাঁকে স্বাগত জানান দিলজিৎ।
দিলজিতের অনুষ্ঠানে হাজির হয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁকে জড়িয়ে ধরেন। দিলজিৎ নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করেন। যা দেখে দিলজিৎকে ভালবাসা জানান অনেকে।
দেখুন ভিডিয়ো...
View this post on Instagram
খালিস্তানি ইস্যুতে কানাডার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিবিন্ন সময়ে খালিস্তানিদের সমর্থন করছেন। যা দিল্লি কোনওভাবেই ভাল চোখে দেখছে না বলে স্পষ্ট জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। এসবের মাঝেই এবার দিলজিতের কনসার্টে ট্রুডোর হাজিরা নিয়ে যে ফের আলোচনা শুরু হবে, তা স্পষ্ট।