গত সপ্তাহে পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়া এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডানা। তার পরেই হড়পা বানের কবলে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভোগান্তি আরও বাড়িয়ে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। গত একবছরে ওই এলাকায় যা বৃষ্টি হয় প্রায় তার সমপরিমাণ বর্ষণ হয়েছে গত কয়েকদিনে। জোড়া ফলায় বিপর্যস্ত স্পেন(Spain Floods)এর পশ্চিমাংশে বিধ্বংসী হড়পা বানে এখনও অবধি ২১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান । ৮৯ জন এখনো নিখোঁজ। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে যারা এখনও নিখোঁজ তাঁদের খোঁজে জোর কদমে তল্লাশি শুরু করেছে প্রশাসন। যে সব জায়গায় পৌঁছনো সম্ভব হচ্ছে না সেখানে ড্রোনের মাধ্যমে চলছে তল্লাশি। ড্রোনের ফুটেজে দেখা গিয়েছে, উদ্ধারের আশায় বাড়ির ছাদ, ট্রাক ও ব্রিজের মাথায় উঠে বসে রয়েছেন। এই অবস্থায় প্রশাসনের দাবি, মৃত বা নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয়।
Floods in Masanasa, Valencia, Spain, Wednesday, Nov. 6, 2024. pic.twitter.com/fc3dgFYrfT
— Emilio Morenatti (@EmilioMorenatti) November 6, 2024
বিপর্যয়ের পর জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে স্পেন সরকার। হেলিকপ্টার নামানোর পাশাপাশি হাজারেরও বেশি জওয়ান মোতায়েন করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়।স্পেন সরকার জানিয়েছে প্রায় ৮ হাজার সেনাকর্মীকে ত্রাণ ও উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে ১ হাজার ৬৩৯ টি গাড়ি।এছাড়াও ৫ হাজার পুলিশ কর্মীকে কাজে লাগানো হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ সাড়ে ১০ বিলিয়ন ইউরো ত্রাণ কাজের জন্য অনুমোদন করেছেন। দ্রুত গতিতে উদ্ধার কাজ বিশেষ কমিটি গঠন করা হয়েছে সরকারের তরফে। গোদের উপর বিষফোঁড়ার মত এর মাঝে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে সেখানকার আবহাওয়া দপ্তর। যদিও বিরোধীদের দাবি, উদ্ধারকাজে গড়িমসি করছে কেন্দ্র সরকার।