কাঠমান্ডু, ১৯ মে: করোনার কাঁপনির মাঝে আবার প্রকৃতির কাঁপুনি। করোনার দ্বিতীয় ঢেউটা বেশ জোরে এসে লেগেছে নেপালের গায়ে তার মাঝে আবার ভূমিকম্প (Earthquake)। বুধবার স্থানীয় সময় ভোর ৫.৪৫ নাগাদ কেঁপে ওঠে নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী কাঠমান্ডু (Kathmandu) থেকে ১১৩ কিলোমিটার উত্তর পশ্চিম। আরও পড়ুন: তাপদগ্ধ মে মাস, আদ্রতার চাপে নাজেহাল বঙ্গবাসী
Nepal | Epicenter of the earthquake lies at Bhulbhule of Lamjung District, where it occurred around 5:42 NPT. It has been recorded at 5.8 magnitude: Dr. Lok Bijay Adhikari, Chief Seismologist at National Earthquake Monitoring & Research Centre, told ANI pic.twitter.com/w2CIqAJyYJ
— ANI (@ANI) May 19, 2021
ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার পশ্চিম এবং উত্তর-পশ্চিমে ১১১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় প্রশাসন সূত্রে বলা হয়েছে লামজুং জেলার ভুলভুলে অঞ্চলে কম্পনের উৎসস্থলে ৫.৮ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়।
M5.3 #earthquake (#भूकम्प) strikes 115 km NW of #Kathmandu (#Nepal) 11 min ago. Effects reported by eyewitnesses: pic.twitter.com/RwuUaoLB2Q
— EMSC (@LastQuake) May 19, 2021
আপাতত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু বাড়ির দেওয়ালে ফাটল লক্ষ্য করা গিয়েছে। মানুষজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসার ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়।