দিল্লি, ৪ অক্টোবর: বাংলাদেশে (Bangladesh) দুর্গা পুজো (Durga Puja) নিয়ে ফের মুখ খুলল বিদেশ মন্ত্রক (MEA)। আর কয়েকদিন পর দুর্গা পুজো শুরু। ওই সময় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়,সে বিষয়ে ফের সওয়াল করলেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশ সরকার যাতে সে দেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেয়, সে বিষয়ে তাঁরা বার বার আবেদন জানিয়েছেন। দুর্গা পুজোর সময় কোনও ঘটনা ঘটা একেবারেই ভাল নয় বলেও মন্তব্য করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অর্থাৎ দুর্গা পুজোয় যাতে কোনও ধরনের অশান্তিতে না পড়তে বাংলাদেশের হিন্দুদের, সে বিষয়ে ফর বার্তা দেওয়া হল দিল্লির তরফে।
বাংলাদেশে মহম্মদ ইউনুসের তদারকি সরকার ক্ষমতায় আসার পর মৌলবাদীদের মিছিল বের হয়। যেখানে হিন্দুদের দুর্গা পুজো করতে দেওয়া হবে না। দুর্গা পুজোয় ছুটি দেওয়া যাবে না, মূর্তি বিসর্জন দিয়ে জলাশয় নোংরা করা যাবে না বলে একাধিক দাবি জানানো হয়। যা নিয়ে ফের বিষয়টি নিয়ে পারদ চড়তে শুরু করে।