ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) খুনের চেষ্টা করার যে অভিযোগ ওঠে ইরানের (Iran) বিরুদ্ধে, তা সোজাসুজি খারিজ করে দেয় তেহরান। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের যে চেষ্টা করা হয়, তার সঙ্গে ইরানের যোগ রয়েছে বলে যে দাবি উঠছে, তা একেবারেই সত্যি নয়। এই ঘটনা অনভিপ্রেত এবং ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করা হয় সে দেশের বিদেশ মন্ত্রকের নাসির কানানির তরফে।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র কানানি বলেন, তাঁদের দেশের সেনা প্রধান কাসিম সোলেমানিকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে তাঁরা বদ্ধপরিকর।
প্রসঙ্গত ২০২০ সালে বাগদাদে হামলা চালায় মার্কিন ড্রোন। সেই হামলার জেরেই সুলেমানির মৃত্যু হয়। যে ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের জড়িত থাকার বিরুদ্ধে আঙুল তোলে ইরান। তবে নির্বাচনী প্রচারে ট্রাম্পের উপর যে হামলা হয়, সেখানে ইরানের জড়ানোর দাবিকে কার্যত নস্যাৎ করে দেয় তেহরান (Tehran)।