COVID-19 Vaccination: করোনার কাঁটা, ব্রাজিলের জনবহুল রাজ্য সাওপাওলো-তে বাধ্যতামূলক হল কোভিডের প্রতিষেধক
প্রতীকী ছবি (Photo credits: Pixabay)

সাও পাওলো, ১৭ অক্টোবর: গভর্নর জোয়াও ডোরিয়ার নির্দেশ, ব্রাজিলের সবথেকে বেশি জনবহুল রাজ্য সাও পাওলোতে কোভিড-১৯ প্রতিষেধক বাধ্যতামূলক (COVID-19 Vaccination) করা হল। ফোলহা সংবাদ মাধ্যম জানিয়েছে, শুধুমাত্র জটিল অসুখে ভুগছেন এমন বাসিন্দারা এই উদ্যোগ থেকে অব্যাহতি পাবেন। গত ফেব্রুয়ারিতে প্রতিষেধক সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। যেখানে বলা হয়েছিল, করোনার টীকাকরণ সবার জন্যই বাধ্যতামূলক। তবে এই সঙ্গেই প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট করা হয়েছিল করোনার প্রতিষেধক নিতে কাউকেই বাধ্য করা হবে না। পুরোটাই স্বেচ্ছায় এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ব্রাজিলে সবথেকে বেশি লোক বসবাস করে এই সাও পাওলো রাজ্যে। শুধু তাই নয়, মহামারী করোনার থাবায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্তও এখানকার মানুষজন। আরও পড়ুন-Atal Beemit Vyakti Kalyan Yojana: করোনাকালে চাকরি গেছে? এভাবেই পেতে পারেন পূর্বতন বেতনের ৫০ শতাংশ

মহামারী শুরুর সময় থেকে এই সাওপাওলো-তে ১০ লাখেরও বেশি মানুষ এখনও পর্যন্ত করোনার গ্রাসে গিয়েছে। মৃত্যু মিছিলে শামিল প্রায় ৩৮ হাজার জন।