দিল্লি, ২৬ জানুয়ারি: কানাডার (Canada) সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করল ব্রিটেন (Britain)। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কানাডার মন্ত্রী মেরি এনজি। ব্রিটেন কেন কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করল, তা নিয়ে ক্ষোভ উগরে দেন জাস্টিন ট্রুডো সরকারের বাণিজ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে কানাডার মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী। কানাডা এবং ব্রিটেন, দুই দেশে ফের আলোচনার টেবিলে ফিরে আসবে। দুই দেশ আলোচনার মাধ্যমে কীভাবে নতুন করে চুক্তি করা যায়, সে বিষয়ে উৎসাহ প্রকাশ করেন কানাডার মন্ত্রী। কী কারণে ব্রিটেন কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করল, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত ব্রিটেন কানাডার তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। এই দুই কমনওয়েলথ দেশ ২০২২ সালে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করেছিল। ২০২২ সালের পর থেকে এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে পরপর ৮ দফা আলোচনা সম্পন্ন হয়েছে এ বিষয়ে।