কাবুল, ১৫ অক্টোবর: ফের জুম্মাবারে বিস্ফোরণ আফগানিস্তানের (Afghanistan) কান্দাহারে (Kandahar)। কান্দাহারে শিয়া সম্প্রদায়ের বিবি ফাতিমা নামের একটি মসজিদে শুক্রবার বিস্ফোরণ হয়। জুম্মার নামাজের সময় পরপর ৩ বার কেঁপে ওঠে কান্দাহারের ওই মসজিদ। ৩ বার বিস্ফোরণের (Blast) জেরে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়। আহত হন ৪০ জন।
জানা যাচ্ছে, কান্দাহারে শিয়া সম্প্রদায়ের যেকটি মসজিদ রয়েছে, তার মধ্যে বিবি ফাতিমা সবচেয়ে বড়। সেখানেই শুক্রবার জুম্মার নামাজের সময় আচমকা বিস্ফোরণ হয়।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: আপাতত জেলই ঠিকানা, ভিডিয়ো কলে শাহরুখ, গৌরীর সঙ্গে কথা আরিয়ানের
আফগানিস্তানের অভ্যান্তরীণ মন্ত্রী শায়েদ খোস্তি বলেন, বিস্ফোরণের কথা তাঁদের কানে এসেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন ওই মন্ত্রী। বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছে যায় তালিবানের (Taliban) বিশেষ দল। বিস্ফোরণের গতি প্রকৃতি খতিয়ে দেখেই এর পিছনে কাদের হাত রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি আরও একটি বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তান। ওই বিস্ফোরণের পর ইসলামিক স্টেট খোরাসান তার দায় স্বীকার করে।
বিস্ফোরণের পর মসজিদের অবস্থা...
Local officials told TOLOnews that 16 people were killed and nearly 40 others were injured in today’s bombing attack on the Kandahar mosque: Afghanistan's TOLOnews
— ANI (@ANI) October 15, 2021