Digha Sea Beach (Photo Credits: IANS)

সাইক্লোন ডানার (Cyclone Dana) ঝাপটে একদিকে যেমন তছনছ ওড়িশা ও পশ্চিমবঙ্গের একাংশ। অন্যদিকে আবার ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব পড়ল না বাংলাদেশে। যদিও বিগত কয়েকদিন ধরে খুলনা উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কা করছিল স্থানীয় প্রশাসন। এমনকী এরজন্য ৬০৮টি শেল্টারও খোলা হয়ছিল। কিন্তু শুক্রবার সকাল থেকে তেমন কোনও প্রভাব দেখা গেল না ডানার। কয়রা উপজেলা, মদিনাবাদ সহ খুলনার একাধিক জায়গায় এদিন সকাল থেকেই ঝকঝকে আকাশ দেখা যায়। কোথাও সেভাবে বৃষ্টিপাত হয়নি বলেই খবর। যদিও দুপুরে উপকূলবর্তী কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, খুলনার পাশাপাশি বাকি জেলাতেও সারাদিন আকাশ পরিস্কার ছিল। রাতের দিকে সম্ভবত কয়েক জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। অন্যদিকে এপারে ডানার খুব ভালোই প্রভাব পড়েছে। ওড়িশা ও বাংলার বিভিন্ন জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ায় উপকূলবর্তী এলাকায় একাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সেই সঙ্গে কিছু জায়গায় গাছও উপড়ে গিয়েছে। ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে প্রচুর মানুষ।