Bangladesh Thunderstorms: ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টি, বাংলাদেশে মৃত ৮
বাংলাদেশে মৃত্যু ৮জনের (ছবি ঢাকা ট্রিবিউন)

ঢাকা, ৫ এপ্রিল : ভয়ঙ্কর বজ্রপাত (Thunderstorms) এবং বৃষ্টির জেরে বাংলাদেশে মৃত্যু হল ৮ জনের। যার মধ্যে রয়েছেন ৩ জন মহিলা। বাংলাদেশের (Bangladesh) গাইবান্দা জেলার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, রবিবার রাতে উত্তর বাংলাদেশের রংপুরের গাইবান্দা জেলা জুড়ে জোর বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে চলে বজ্রপাত। এক নাগাড়ে বজ্রপাত এবং বৃষ্টির জেরে গাছ উপড়ে পড়ে রাস্তার বিভিন্ন অংশে। যার জেরে গাইবান্দার বিভিন্ন অঞ্চলে মহিলা-সহ ৮ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন  : Akshay Kumar : করোনা আক্রান্ত অক্ষয় কুমার ভর্তি হাসপাতালে, প্রার্থনায় গোটা দেশ

জানা যাচ্ছে, গাইবান্দার ফুলচারি, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির জেরে বেশ ক্ষয়ক্ষতি হয়। গাইবান্দার ডেপুটি কমিশনার আবদুল মার্টিন জানান, রবিবারের বিপর্যয়ে ওই এলাকার বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। মৃতদের পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হন। তাঁদের ঢাকা (Dhaka) মেডিকেল কলেজ হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে।