রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। আর সেখানেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন ইউনুস। নিউ ইয়র্কের যে হোটেলে তিনি উঠেছেন তার সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে। মূলত দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এই প্রতিবাদ। প্রতিবাদীদের মুখে ছিল উঠেছে গো ব্যাক স্লোগান এবং ইউনুস সরকারের পদত্যাগের দাবি। আর এই প্রতিবাদ দেখেই মেজাজ হারিয়ে ফেললেন তিনি। তাঁকে প্রশ্ন করেছিলেন কয়েকজন ভারতীয় সাংবাদিক। আর সেই প্রশ্ন কার্যত রাগ দেখিয়ে এড়িয়ে গেলেন তিনি। এমনকী তাঁর নিরাপত্তারক্ষীরাও সাংবাদিকদের বাধা দেন বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, প্রতিবাদীদের একাংশই ছিলেন হাসিনাপন্থী। ফলে তাঁদের দাবি, দেশের প্রধানমন্ত্রী এখনও রয়েছেন শেখ হাসিনা। সেই কারণে ইউনুসের পদত্যাগের দাবি জানিয়ে হাসিনাকে ফিরিয়ে আনার দাবি তোলেন বিক্ষুব্ধরা। যদিও এই নিয়ে ইউনুস কোনও মন্তব্যই করেননি। প্রসঙ্গত, বাংলাদেশে অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা, সিলেট, রাজশাহী, বরিশাল, চট্টগ্রামের মতো জায়গায় প্রায়শই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবর আসছে। এই নিয়ে ভারতের পক্ষ থেকে উদ্বেগপ্রকাশ করা হলেও বাংলাদেশ সরকার এই সমস্ত বিষয় নিয়ে কার্যত উদাসীন।