Nobel Laureate Muhammad Yunus (Photo Credit: X)

কলকাতা, ৬ ডিসেম্বর: দুই কূটনীতিককে ডেকে পাঠাল বাংলাদেশ (Bangladesh)। ভারত (India), বাংলাদেশের মধ্যে উত্তাপ বাড়ছে,তার মাঝেই এবার দুই কূটনীতিককে ডেকে পাঠানো হয় ইউনুস (Muhammad Yunus) সরকারের তরফে। কলকাতার দূতাবাসের আধিকারিক শিকদার মহম্মদ আসরাফুল রহমান নামে ওই কূটনীতিকে ডেকে পাঠায় ইউনুস সরকার। অন্যদিকে আগরতলার বাংলাদেশি আধিকারিক আরিফ মহম্মদকেও ডেকে পাঠানো হয়। ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর কলকাতা (Kolkata) এবং ত্রিপুরায় (Tripura) প্রতিবাদ শুরু হয়। তার জেরেই এবার কলকাতা এবং ত্রিপুরার দুই আধিকারিককে ইউনুস সরকারের তরফে ডেকে পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলকাতা এবং ত্রিপুরার ওই দুই কূটনীতিক ঢাকায় বসেই কাজ করবেন বলে জানা যাচ্ছে।

শিকদার মহম্মদ বৃহস্পতিবারই ঢাকায় ফিরে গিয়েছেন। অন্যদিকে আরিফ মহম্মদ শনিবারের মধ্যে বাংলাদেশে ফিরবেন বলে জানা যাচ্ছে। গত মঙ্গলবারই ওই দুই আধিকারিককে ঢাকার তরফে ডেকে পাঠানো হয়।