কলকাতা, ২৭ অক্টোবর: ফের নির্লজ্জের মত আচরণ বাংলাদেশের। এবার ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে জুড়ে দিল মহম্মদ ইউনুসের সরকার (Muhammad Yunus) । ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে জুড়ে, সেই ম্যাপ পাকিস্তানকে উপহার দিলেন ইউনুস। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পাক জেনারেলকে দেওয়া সেই মানচিত্রের ছবি পোস্ট করেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।
ভারতের অবিচ্ছদ্য অংশ উত্তরপূর্বের রাজ্যগুলিকে ইউনুস কীভাবে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে জুড়তে পারেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি মহম্মদ ইউনুসের এই পদক্ষেপ ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনকে আরও জোরদার করবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
দেখুন মহম্মদ ইউনুস কীভাবে নির্লজ্জের মত ব্যবহার করলেন পাকিস্তানের সামনে...
Chairman, Joint Chiefs of Staff Committee of Pakistan Calls on Chief Adviser
DHAKA, October 26: The visiting Chairman of Pakistan’s Joint Chiefs of Staff Committee (CJCSC), General Sahir Shamshad Mirza, paid a courtesy call on Chief Adviser Professor Muhammad Yunus at the State… pic.twitter.com/A9QmFMHk4F
— Chief Adviser of the Government of Bangladesh (@ChiefAdviserGoB) October 26, 2025
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তেই, দিল্লির সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ বাড়তে শুরু করে। হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক বলে বেশ কয়েকবার আবেদন করেছে ঢাকা। যা নিয়ে দিল্লির তরফে কোনও ধরনের মন্তব্য করা হয়নি।
সেই সঙ্গে বাংলাদেশের যেভাবে হিন্দু-সহ সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয় ভারতের তরফে। এই দুই বিষয় নিয়েই দিল্লি এবং ঢাকার সম্পর্কের রসায়নে বদল এসেছে।
আর এই সুযোগে পাকিস্তান ঢাকার কাছাকাছি আসতে শুরু করেছে। ভারতের সঙ্গে ঢাকার দূরত্ব বাড়তেই যেভাবে পাকিস্তান সেখানে ছোবল দিতে শুরু করেছে, সেই বিষয়ের উপরও নজর রয়েছে দিল্লির।
আর এসবের মধ্যে মহম্মদ ইউনুস যেভাবে নতুন করে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিয়ে উসকানিমূলক ব্যবহার করলেন, তার জেরে উত্তাপ বাড়বে বৈ কমবে না বলেই মনে করছে বিভিন্ন মহল।