Anwarul Azim, Bangladesh MP (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৩ জুন: বাংলাদেশের সাংসদ (Bangladesh MP ) আনওয়ারুল আজিম খুনে  (Anwarul Azim) ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কলকাতা পুলিশের সিআইডি সূত্রে খবর, আনওয়ারুল আজিম আনারকে নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সেখানে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করা হয়। আনার ফ্ল্যাটে প্রবেশের পর বালিশ দিয়ে শ্বাসরোধের পর তাঁকে খুন করা হয় বলে সিআইডি সূত্রে খবর।

আনারকে খুনের পর তাঁর দেহাংশ টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরা  হয় প্রথমে। এরপর নিউটাউনের বিভিন্ন এলাকা এবং বাগজোলা খালে বাংলাদেশের সাংসদের দেহাংশের বিভিন্ন টুকরো নিক্ষেপ করা হয় বলে খবর। আনওয়ারুল খুনের পর যে কজনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে মহম্মদ সিয়াম হুসেন নামে এক অভিযুক্ত পুলিশের সামনে এমন তথ্য প্রকাশ করে বলে খবর।

আরও পড়ুন: Bangladesh MP Murder: নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে দেশের বদনাম, রাজ্যে পুলিশ প্রশাসনের 'অক্ষমতা' নিয়ে প্রশ্ন শুভেন্দুর

শুধু তাই নয়, আনওয়ারুল আজিম আনারকে খুনের পর তাঁর দেহাংশের কিছু টুকরো সুন্দর ব্যাগের ভরে তা বনগাঁয় নিয়ে গিয়ে ভারত, বাংলাদেশে সীমান্তের কিছু জায়গায় নিক্ষেপ করা হয় বলে সিআইডির তদন্তে উঠে আসে।

অভিযুক্ত মহম্মদ সিয়াম হুসেনকে নেপাল থেকে আটক করা হয়। সিয়াম জেরায় স্বীকার করে মার্কিন এবং বাংলাদেশের নাগরিক প্রভাবশালী আখতারুজ্জমানের প্রেমিকা শিলাস্তি রহমান এই খুনে জড়িত। শিলাস্তিই হানিট্র্যাপ করে আনওয়ারুলকে নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর শ্বাসরোধ করে আনওয়ারুলকে খুন করে বলে জানিয়েছেন মহম্মদ সিয়াম হুসেন।