Nusraat Faria (Photo Credit: Instagram)

ঢাকা, ১৯ মে: থাইল্যান্ডে যাওয়ার পথে গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে (Nusraat Faria)। খুনের চেষ্টার অভিযোগে ঢাকা বিমানবন্দর থেকে নুসরতকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। যা নিয়ে তোলপাড় বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এই নুসরত ফারিয়া। সেই নুসরতকে এবার গ্রেফতার করা হয় এক ছাত্রকে খুনের চেষ্টার অভিযোগ। নুসরত-সহ আরও ১৭ জন অভিনেতার বিরুদ্ধে সরকার-বিরোধী কার্যকলাপের জন্য চিহ্নিত করা হয়। নুসরতও ছিলেন সেই দলে। এক ছাত্রকে খুনের চেষ্টার অভিযোগেই নুসরত ফারিয়াকে গ্রেফতার করা হয় বলে খবর। অর্থাৎ বর্তমান ইউনুস সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুললেই যে তাঁকে নুসরত ফারিয়ার মত গ্রেফতার করা হবে, তা কার্যত স্পষ্ট।

নুসরত ফারিয়ার গ্রেফতারির জেরে গোটা বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে, সেই সময় অভিনেত্রীর ফেসবুকের পোস্টে একটি ছবি উঠে আসে। যেখান নুসরত ফারিয়ার পরিবারের জন্য সবাই যাতে প্রার্থনা করেন, সেই আবেদন জানানো হয়। যে ছবি দেখে নুসরত ফারিয়াকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ।

আরও পড়ুন: Nusraat Faria Arrested: বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী নুসরত, কী কারণ?

দেখুন নুসরত ফারিয়ার সেই ফেসবুক পোস্ট...

শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তেই সে দেশে অরাজকতা শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাঁকে কখনও গ্রেফতার করা হচ্ছে আবার কখনও মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু থেকে শুরু করে নুসরত ফারিয়া, যার অন্যতম উদাহরণ।