Nusrat Faria (Photo Credits: X)

কলকাতাঃ গ্রেফতার বাংলাদেশের (Bangladesh) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া (Nusrat Faria)। রবিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী। বিমানবন্দরের মিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

কী কারণে গ্রেফতার নুসরত?

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত জুলাই মাসে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সময় অভিনেত্রীর বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ঢাকা বিমানবন্দর থেকে সোজা প্রথমে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয় অভিনেত্রীকে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ, সোমবার ফারিয়াকে আদালতে তোলার কথা।

ঢাকা বিমানবন্দর থেকে আটক অভিনেত্রী নুসরত ফারিয়া

উল্লেখ্য, বাংলাদেশ বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ নুসরত। রেডিও জকি হিসবে কেরিয়ার শুরু করলেও পরে অভিনয় জগতে আসেন। ২০১৩ সালে উপস্থাপকের ভূমিকাতেও কাজ করেন। এরপর নাটক, সিনেমায় আত্মপ্রকাশ। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘আশিকী’ সিনেমার হাত ধতে বড়পর্দায় অভিষেক হয় ফারিয়ার। প্রথম ছবিতেই ব্যাপক সাড়া ফেলেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী নুসরাত, কী কারণ?