Haiti Earthquake Update: হাইতির ভূমিকম্পে মৃত ২ হাজার ২৪৮ জন, নিখোঁজ ৩২৯
Haiti Earthquake (Photo Credits: PTI)

বুহো ফাস, ৭ সেপ্টেম্বর: ভূমিকম্পে বিপর্যস্ত হাইতিতে (Haiti Earthquake) মৃতের সংখ্যা বেড়ে হল ২,২৪৮৷ সোমবার উদ্ধার কাজ সম্পূর্ণ হওয়ার পর এর সঙ্গে যুক্ত কর্মীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩২৯ জনের কোনও খোঁজ মেলেনি৷ গত ১৪ আগস্ট হাইতিততে বড়সড় ভূকম্পন অনুভূত হয়৷ এর জেরে হতাহতের সংখ্যা দাঁড়ায় ২,২৪৮-এ৷ আহতের সংখ্যা ১২ হাজার ৭৬৩৷ ধ্বংসস্তূপের তলা থেকে মৃত ও আহতদের উদ্ধারের পরেও ৩২৯ জন এখনও নিখোঁজ৷ আরও ২ জনের মৃত্যুর খবর এলেও এঁরা ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন কি না তানিয়ে প্রশাসনও এখনও কোনও বিবৃতি দেয়নি৷ ১৪ আগস্টে কেঁপে ওঠে হাইতি৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২৷ মৃত ও আহতের সংখ্যা দেখলেই বেশ বোঝা যায়, তার তীব্রতা৷  আরও পড়ুন-Pele Undergoes Surgery For Colon Tumor: কোলনে টিউমার, হাসপাতালে ভর্তি কিংবদন্তী ফুটবলার পেলে

এরপর থেকে অন্তত ৯০০ বার কেঁপেছে হাইতি৷ এর মধ্যে ৪০০টি কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৩ পয়েন্টের উপরে৷ ভূকম্পনে ৫৩ হাজারেরও বেশি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় এখনও পর্যন্ত হাইতিতে অন্তত ২৫ হাজার বাসিন্দা বাড়িতে ফিরতে পারেননি৷ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৩ হাজার বাড়ি৷