ঝালকাঠি, ২৪ ডিসেম্বর: বাংলাদেশে লঞ্চে আগুন (Bangladesh Launch Fire) লেগে মৃত্যু হল ৩২ জনের। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ঝালকাঠি (Jhalokathi) সদর উপজেলায় সুগন্ধা নদীতে দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ করে রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। লঞ্চে কয়েকশো যাত্রী ছিলেন সেই সময়।
প্রাণে বাঁচতে বহু অনেক যাত্রী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। খবর পেয়ে দমকলের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। আরও পড়ুন: Belgium: অন্যদের হয়ে কোভিড টিকার ৮ টি ডোজ শরীরে, শ্রীঘরে যুবক
ঝালকাঠির জেলা প্রশাসক মহম্মদ জোহর আলি জানান, বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১০০ জনকে ভর্তি করা হয়েছে। বেশ কয়েক জন যাত্রী এখনও নিখোঁজ।