দিল্লি, ১ নভেম্বর: এ পি ঢিলোঁর (AP Dhillon) কানাডার (Canada) বাড়িতে গুলি চালানোর অভিযোগে এবার একজনকে গ্রেফতার করা হল। একজনকে গ্রেফতার করলেও, অন্যজনের খোঁজ মেলেনি। এমনই জানা যাচ্ছে কানাডা পুলিশের তরফে। গত ২ সেপ্টেম্বর কানাডার ভিক্টোরিয়া আইল্যান্ডে এপি ঢিলোঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। কে বা কারা এই গুলি চালিয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি প্রথমে। তবে পরে জানা যায়, লরেন্স বিষ্ণোই গ্যাংই ওই ঘটনার সঙ্গে যুক্ত। ২ সেপেম্বর ঢিলোঁর বাড়িতে যেমন গুলি চালানো হয়, তেমনি তাঁর গ্যারাজে থাকা গাড়িতেও ধরিয়ে দেওয়া হয় আগুন।
দেখুন সেদিনকার ভিডিয়ো...
कनाडा में पंजाबी सिंगर एपी ढिल्लो के घर के बाहर फायरिंग और 2 वाहनों को आग लगाने के मामले में कनाडा पुलिस ने एक भारतीय अभिजीत किंगरा को ontario से गिरफ्तार किया. फायरिंग की जिम्मेदारी लारेंस,गोल्डी और रोहित गोदारा गैंग ने ली थी#Canada #APDhilon pic.twitter.com/pC4jV3rNvk
— Arun (आज़ाद) Chahal 🇮🇳 (@arunchahalitv) November 1, 2024
আরও পড়ুন: AP Dhillon House Firing: পাঞ্জাবি গায়ক এ পি ঢিলোঁর বাড়ি লক্ষ্য করে চলল গুলি, দায় স্বীকার বিষ্ণোইদের
ওই ঘটনার পর দুষ্কতীদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়। অবশেষে এপি ঢিলোঁর বাড়িতে গুলি চালানোর অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়।
জানা যাচ্ছে, ঢিলোঁর বাড়িতে গুলি চালানোর অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে, তার নাম অভিজিৎ কিংরা। উইনিপেগের বাসিন্দা অভিজিৎই ধিলোঁর বাড়িতে ২ সেপ্টেম্বর গুলি চালায়। অন্যদিকে বিক্রম শর্মা নামে আরও একজনের খোঁজ কানাডা পুলিশ শুরু করেছে বলে খবর। তবে বিক্রম সিনহা এই মুহূর্তে কানাডায় নেই, ভারতে (India) পালিয়ে এসেছে বলে অনুমান সে দেশের পুলিশের। বিক্রম শর্মা জন্মগত দক্ষিণ এশিয়ার। যার চোখের রং বাদামী এবং চুল কালো বলেও কানাডা পুলিশের তরফে নিখোঁজের পোস্টারে জানানো হয়েছে।