আয়ারল্যান্ডে নজিরবিহীন দাঙ্গা। প্রতিবাদীরা দেশের রাজধানী শহর ডুবলিনের সরকারী অফিস থেকে বাস, হাসপাতাল থেকে শরণার্থী বা অভিবাসন দফতর-সব কিছু জ্বালিয়ে ছারখার করছেন। দাবি একটাই, আয়ারল্যান্ড থেকে সব শরণার্থী বা অভিবাসীদের এখনি বের করে দিতে হবে। কারণ অভিবাসীদের জন্যই নাকি শান্তিপূর্ণ আয়ারল্যান্ডে একের পর এক বড় হামলা, খুন, চুরি, ছিনতাই হচ্ছে।
গতকাল, দুপুরে ডুবলিনে শরণার্থী অভিবাসী আলজিয়ান মুসলিম ব্যক্তি ছুরি হাতে হামলা চালায় পাঁচজনের ওপর। এলোপাথারিভাবে সে যে কাউকে চুরির আঘাতে মেরে ফেলার চেষ্টা করে। তার হামলায় গুরুতর আহত হওয়া পাঁচজনের মধ্যে তিনজন শিশুও আছে। তারা প্রত্যেকেই হাসপাতালে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি।
দেখুন ভি়ডিয়ো
JUST IN - Anti-immigrant protesters left a message on a burning bus in Dublin, Ireland: "Out" pic.twitter.com/NszazHrZmG
— Insider Paper (@TheInsiderPaper) November 23, 2023
সেই আলজেরিয়ান দুষ্কৃতীকে ধরে মারা পর গোটা ডুবলিনে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। প্রতিবাদীরা সরকারী বাড়ি, পুলিশের গাড়ি, অভিবাসন দফতর জ্বালিয়ে দিতে থাকেন। আর এক মুহূর্তে বাইরের দেশ থেকে আসা কাউকে থাকতে দেওয়া যাবে না, তা না হলে আইরিশরা বাঁচবে না। এমন দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ ক্রমশ দাঙ্গার চেহারা নেয়। তারপর তা পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যা। দাঙ্গার আকার ক্রমশ দাবানলের রুপ নেয়। বাস, হাসপাতাল, হোটেলে আগুন লাগানো হতে থাকে। সব জায়গায় লেখা হয়, আউট। মানে শরণার্থীদের যাতে বের করে দেওয়া হয়। সরকারের প্রতিনিধির কাছে শরণার্থীদেরক নথি পরীক্ষার আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা পরে পিছু হটেন।