আমেরিকা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া এক ভারতীয় ছাত্রর মর্মান্তিক মৃত্যু হল। পশ্চিম নাভেদার আরবানার এক নাইট ক্লাবে বন্ধুদের সঙ্গে পার্টিতে যায় আকুল ধাওয়ান নামের সেই ১৮ বছরের ভারতীয় ছাত্র। কিন্তু অনেক অনুরোধের পরও তাকে ঢুকতে দেয়নি নাইট ক্লাব কর্তৃপক্ষ। উল্টে পুলিশ তাকে হেনস্থা করে বলে অভিযোগ। এদিকে, সে মদ্যপ থাকায় তার পক্ষে অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না।
হিমাঙ্কের নিচে চলে যাওয়া তাপমাত্রার মধ্যে নাইটক্লাবের বাইরে কিছুটা বসে থাকায় সে হাইপোথেরিয়া হয়ে মারা যায়। আকুলের বাবা ও মা এই বিষয়ে পুলিশ ও ইলিনস কলেজ কর্তৃপক্ষের দিকে গাফলতির অভিযোগ তুলেছে। আকুলের এক বন্ধু পুলিশকে স্থানীয় রাত ১টা নাগাদ খবর দে, যে তার খোঁজ মিলছে না।
দেখুন খবরটি
An 18-year-old Indian-origin student, Akul Dhawan, froze to death near a club in Illinois after being denied entry.
Read: https://t.co/awVfdVz1Jb pic.twitter.com/BDGzsaUaUM
— The Times Of India (@timesofindia) February 23, 2024
এরপর আকুলকে মৃত অবস্থা সেই নাইটক্লাবের বাইরে থেকে উদ্ধার করে। আকুলকে ঠিক সময় ও ততপরতা দেখিয়ে ইভিযান চালালে বাঁচানো সম্ভব হত বলে অভিযোগ। এই ভারতীয় ছাত্র মৃত্যু নিয়ে তদন্ত চলছে।