ইজরায়েল-ইরানের যুদ্ধে (Israel-Iran Conflict) ভারতের উচিত ইরানকে সমর্থন করা। সম্প্রতি এমনই দাবি জানিয়ে ভারতের নিরপেক্ষতার সমালোচনা করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই সঙ্গে ইরানের ওপর ইজরায়েলের লাগাতার হামলা নিয়েও কড়া নিন্দা জানিয়েছিলেন তিনি। দেশের প্রধান বিরোধী দলেন প্রথমসারীর নেত্রীর এই মন্তব্যে যেমন কিছু মানুষ সমর্থন দেখিয়েছেন, তেমনই অধিকাংশই এর বিরোধীতা করেছেন। এবা্র এই প্রসঙ্গে মন্তব্য করলেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার।
কড়া সমালোচনা রিউভেন আজারের
তাঁর মতে, “ভারতীয় রাজনীতিবিদদেরও সাম্প্রতিক পরিস্থিতি এমন কেন হয়েছে, তার কারণ সম্পর্কে অবহিত করা উচিত। যিনি ইরানের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, তাঁকে ইজরায়েলে অক্টোবরের হামলার নিন্দা সেভাবে করতে দেখা যায়নি। যা অত্যন্ত হতাশাজনক। ইজরায়েলে গত তিন দশক ধরে ইরান যে আগ্রাসন নীতি দেখিয়ে যাচ্ছিল, সেটাকে উপেক্ষা করা একেবারেই অগ্রহণযোগ্য বলে আমার মনে হয়”।
দেখুন রিউভেন আজারের মন্তব্য
Delhi: On Congress leader Sonia Gandhi writing a piece in a newspaper supporting Iran and urging the Indian government to do the same, Ambassador of Israel to India, Reuven Azar, says, "I think politicians should be informed. We were disappointed to see that the person you… pic.twitter.com/zU0KnIwDub
— IANS (@ians_india) June 22, 2025
ইজরায়েল-ইরানের যুদ্ধ
প্রসঙ্গত, বর্তমানে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। কারণ এই যুদ্ধে এবার সরাসরি নাক গলিয়েছে আমেরিকা। ইতিমধ্যেই ইরানে তিনটি গোপন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বায়ুসেনা। তারপর থেকে কার্যত বড়সড় চাপে পড়েছে ইরান। এই হামলা যে একেবারে সঠিক এবং নির্ভুল ছিল, তা দাবি করেছে ইজরায়েল এবং আমেরিকা।