লিভার (Liver) বা যকৃত প্রতিস্থাপন করতে গিয়ে মৃত্যু হল ব্রাজিলের এক ইনফ্লুয়েন্সারের। মাত্র ১৯-এই শেষ হয়ে যায় ব্রাজিলের (Brazilian Influencer) জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মারিয়া সোফিয়া ভালিমের জীবন। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, মারিয়া সোফিয়ার (Maria Sofia Valim) লিভার প্রতিস্থাপন করতে গিয়ে চিকিৎসকরা বেশ কিছু সমস্যায় পড়েন। এরপর অস্ত্রোপচারের সময়ই মৃত্যু হয় মারিয়া সোফিয়ার। ১৯ বছর বয়সী ইনফ্লুয়েন্সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। সোফিয়ার বাবা ভগ্ন হৃদয়ে মেয়ের মৃত্যুর খবর প্রকাশ করেন। পাশাপাশি মেয়ের শেষকৃত্য তাঁরা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান বলেও সোফিয়ার অনুরাগীদের কাছে এই কটিন সময়ে পাশে থাকার আবেদন জানানো হয়।
মৃত্যুর মাত্র ২ দিন আগে মারিয়ার বাবা জানান, তাঁর মেয়ের লিভার প্রতিস্থাপনের সমস্ত কাজ সম্পন্ন। দাতা পাওয়া গিয়েছে। দাতার সঙ্গে মিলিয়েই মারিয়ার লিভার প্রতিস্থাপন চিকিৎসকরা করবেন বলে জানান তাঁর বাবা।ওই খবরের মাত্র ২ দিন পরই মৃত্যু হয় ১৯ বছরের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের।
View this post on Instagram