ছবি সংগৃহীত

কাবুল,৩১ অগাস্ট : মঙ্গলবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী) আফগানিস্তান (Afghanistan) ছাড়ল মার্কিন সেনার (US Troops) শেষ বিমান৷ দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে পাকাপাকিভাবে দেশে ফিরলেন আমেরিকান সেনা কর্মীরা৷ মার্কিন সেনা কাবুল ছাড়ার পর সাংবাদিক সম্মেলন করেন তালিবান (Taliban) মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ৷

মার্কিন সেনার শেষ বিমান কাবুল (Kabul) ছাড়ার পর আফগানিস্তানের মানুষকে শুভেচ্ছা জানান তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ (Zabiullah Mujahid)৷ তিনি বলেন, আফগানিস্তানের মানুষকে শুভেচ্ছা৷ এই জয় আফগানিস্তানের প্রতিটি মানুষের৷ আফগানিস্তান বর্তমানে মুক্ত এবং সার্বভৌম রাষ্ট্র৷

জবিউল্লাহ আরও বলেন, আমেরিকা সহ গোটা বিশ্বের সঙ্গে ভাল সম্পর্ক রক্ষায় বদ্ধপরিকর তাঁরা৷ গোটা বিশ্বের সঙ্গে সুস্থ কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা হবে বলে আশ্বাস দেন জবিউল্লাহ মুজাহিদ৷

আরও পড়ুন: Karnataka: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বেঙ্গালুরুতে, মৃত্যু ৭ জনের

মার্কিন সেনার শেষ বিমান কাবুল ছাড়ার পর এবার গোটা দেশ জুড়ে শান্তি বিরাজ করবে বলে আশা প্রকাশ করেন তালিবান মুখপাত্র৷