Vladimir Putin (Photo Credit: Instagram)

মস্কো, ১৭ সেপ্টেম্বর: কাজের মাঝে যে ক্ষণ বিরতি থাকবে অর্থাৎ ব্রেক, সেখানে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই সম্পর্ককে শারীরিক সম্পর্কের পর্যায়ে নিয়ে যান। অর্থাৎ  অফিসে কাজের বিরতিতে দুই সহকর্মী শারীরিক সম্পর্কে জড়ান। যার জেরে পৃথিবীর আলো দেখুক ছোট্ট প্রাণ। এবার এমনই চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।

রাশিয়ার (Russia) উল্লেখযোগ্যভাবে জন্ম নিয়ন্ত্রণের হার কমে যাচ্ছে। ইউক্রেনের (Ukraine) সঙ্গে যুদ্ধের মাঝে রাশিয়ায় জন্ম নিয়ন্ত্রণের হার ক্রমাগত কমছে। ইউক্রেন যুদ্ধের জেরে হারে যুবকদের মৃত্যু হয়েছে বা বহু জখম হয়েছেন। তার সঙ্গে কমতে শুরু করে রুশ নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার স্পৃহা। ফলে রাশিয়ায় জন্মের হার ক্রমাগত কমছে। সেই কারণে রাশিয়ার জনসংখ্যা উল্লেখযোগ্যভাব হ্রাস পাচ্ছে। যার মোকাবিলা করতে এবার পুতিন দাওয়াই দিচ্ছেন, জন্ম নিয়ন্ত্রণ না করে মানুষ কাজের ফাঁকে একে অন্যের সমঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান এবং নতুন প্রাণের সঞ্চার হোক।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, অফিসে কাজের ফাঁকে যে সময় মিলবে, তাতে ২ জন মানুষ আরও কাছাকাছি আসুন। যার জেরে জন্ম নিয়ন্ত্রণের মাত্রা কমবে বলে আশা প্রকাশ করা হয় মস্কোর তরফে। অফিস ব্রেককে কাজে লাগিয়ে শিশুর জন্মের সংখ্যা বাড়ানো হোক বলে আবেদন করা হয় পুতিনের মন্ত্রিসভার তরফে।

রাশিয়ায় জন্মের সংখ্যা বাড়াতে হবে বলে চাইছে ক্রেমলিন। মস্কোয় বসবাসকারী ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত মহিলাদের সন্তান জন্ম দেওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গিয়ে একাধিক কর্মসূচির সঙ্গে তাঁদের যুক্ত করা হচ্ছে বলে খবর।